নাটোরে করোনা উপসর্গ নিয়ে ভ্যানচালকের মৃত্যু, গ্রাম অবরুদ্ধ

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২০; সময়: ৯:৪৫ পূর্বাহ্ণ |
নাটোরে করোনা উপসর্গ নিয়ে ভ্যানচালকের মৃত্যু, গ্রাম অবরুদ্ধ

নিজস্ব প্রতিবেদক, নাটোর : নাটোরের বাগাতিপাড়ায় জ্বর ও শ্বসকষ্টে সুকুমার দাস (৩৫) নামে এক ভ্যানচালক মারা গেছে। রোববার রাতে উপজেলার নওশেরা গ্রামে নিজ বাড়িতে তিনি মারা যান। তিনি কয়েকদিন ধরে জ¦র-সর্দি-কাশি ও শ^াসকষ্ট নিয়ে অসুস্থ্য ছিলেন। সুকুমার মারা যাওয়ার পর ওই গ্রাম লকডাউন করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই ভ্যানচালক মারা যাওয়ার পর মসজিদের মাইকে প্রতিবেশীদের মৃত ব্যক্তির বাড়িতে না যাওয়ার অনুরোধ করে ঘোষণা দেয়। ফলে রাত থকে তার বাড়িতে কেউ যায়নি। খবর পেয়ে পুলিশ ও উপজেলা স্বাস্থ্য বিভাগের একটি মেডিকেল টিম নমুনা সংগ্রহের জন্য ওই গ্রামে গিয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দেবী পাল জানান, যেহেতু করোনা উপসর্গ নিয়ে তার মৃত্যু হয়েছে তাই তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হবে। পরীক্ষার ফলাফল না আসা পর্যন্ত ওই গ্রাম লকডাউন থাকবে। এছাড়াও স্বাস্থ্য বিধি মেনে তার সৎকার করা হবে বলে জানান তিনি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে