করোনায় বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যা ১ লাখ ৭০ হাজার ছাড়াল

প্রকাশিত: এপ্রিল ২১, ২০২০; সময়: ৭:৪২ পূর্বাহ্ণ |
করোনায় বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যা ১ লাখ ৭০ হাজার ছাড়াল

পদ্মাটাইমস ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্তের সাথে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। এ মারণভাইরাসে মৃত্যুর সংখ্যা ইতোমধ্যে ১ লাখ ৭০ হাজার ছাড়িয়েছে। এছাড়া আক্রান্ত হয়েছে ২৪ লাখ ৭৬ হাজারেরও বেশি মানুষ।

গবেষণাভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সবশেষ তথ্য অনুযায়ী, বৈশ্বিক মহামারি করোনায় এ পর্যন্ত ১ লাখ ৭০ হাজার ১শ ১৬ জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ২৪ লাখ ৭৭ হাজার ৭শ জন। আক্রান্তদের মধ্যে চিকিৎসায় সুস্থ্য হয়ে উঠেছে প্রায় সাড়ে ৬ লাখ রোগী।

করোনায় সবচে বিপর্যস্ত দেশ যুক্তরাষ্ট্র। আক্রান্তের দিক থেকে যুক্তরাষ্ট্রের ধারে কাছে নেই কেউ। দেশটিতে এখন পর্যন্ত মোট প্রায় ৮ লাখ জন (৭৯১,৬২৫ জন) আক্রান্ত হয়েছে। শুধু গত ২৪ ঘণ্টায় প্রায় ২৭ হাজার নতুন শনাক্ত হয়েছে। মৃত্যুতেও সবার শীর্ষে রয়েছে দেশটি। আক্রান্তদের মধ্যে ৪২ হাজার ৫শ জনের মৃত্যু হয়েছে। একদিনেই মৃত্যু হয়েছে ১ আহজার ৯ শ জনের।

এছাড়া চিকিৎসায় সুস্থ্য হয়েছে প্রায় ৭২ হাজার। চিকিৎসাধীন রয়েছে ৬ লাখ ৭৭ হাজার ২শ জনের বেশি রোগী।

যুক্তরাষ্ট্রের পর আক্রান্তের দিক থেকে সবচে বেশি আক্রান্ত দেশ স্পেনে আক্রান্তের সংখ্যা ২ লাখ ছাড়িয়ে গেছে। ইউরোপের দেশটিতে তৃতীয় সর্বোচ্চ প্রায় ২১ হাজার প্রাণহানির ঘটনা ঘটেছে। এ যাবত চিকিৎসায় সুস্থ্য হয়েছে ৮০ হাজারেরও বেশি মানুষ।

আক্রান্তের দিক থেকে স্পেনের পরই রয়েছে ইউরোপের আরেক দেশ ইতালি। সেখানে ১ লাখ ৮১ হাজার ৩ জন আক্রান্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচে বেশি ২৪ হাজার ১শ জনের বেশি মানুষ মারা গেছে দেশটিতে।

প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্তের সংখ্যায় লাখ ছাড়ানো আরও ৩ টি দেশ হল ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য। দেশগুলোতে যথাক্রমে ১ লাখ ৫৫ হাজার ৪শ, ১ লাখ ৪৭ হাজার, ১ লাখ ২৪ হাজার ৮শ জন আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে মারা গেছে যথাক্রমে ২০ হাজার ২৬৫ জন, ৪ হাজার ৮শ ৬২ জন, ১৬ হাজার ৫শ ৯ জন।

তবে আশার কথা, ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্যমতে, করোনার উৎপত্তিস্থল চীনে গত ২৪ ঘণ্টায় কোন মৃত্যুর ঘটনা নেই। তবে নতুন করে ১২ শনাক্ত হয়েছে। এশিয়ার এ দেশটিতে এখন পর্যন্ত ৮২ হাজার ৭শ ৪৭ জন আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৪ হাজার ৬শ ৩২ জন মারা গেছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে