তারাবির নামাজে বিধি নিষেধ জারি
পদ্মাটাইমস ডেস্ক : রমজানের সব মসজিদে তারাবির নামাজ চালু থাকবে। তবে ইমাম, মুয়াজ্জিন, হাফেজসহ সর্বমোট ১২ জন মুসল্লি এতে অংশ নিতে পারবেন। বৃহস্পতিবার ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা সংক্রমণ পরিস্থিতিতে ১০ জন মুসল্লি ও দুইজন হাফেজসহ মোট ১২ জনের অংশগ্রহণে রমজান মাসে মসজিদগুলোতে এশা ও তারাবির নামাজ আদায়ের সুযোগ থাকবে। এর সঙ্গে ইতিপূর্বে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জারিকৃত মসজিদে জুমা ও জামাত বিষয়ক নির্দেশনা কার্যকর থাকবে।
এছাড়া রমজান মাসে ইফতার মাহফিলের নামে কোন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা যাবেনা। শুক্রবার এ বিষয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বিস্তারিত নির্দেশনাসহ জারি করবে বলেও জানানো হয়েছে।
উল্লেখ্য, করোনা পরিস্থিতির কারণে চলতি মাসের ৬ তারিখে দেশের মসজিদগুলোকে মুসল্লি সংখ্যা সীমিত করার নির্দেশ দেয় ধর্ম মন্ত্রণালয়। এতে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সমন্বয়ে পাঁচ ওয়াক্তের জামাতে সর্বোচ্চ পাঁচজন করে এবং জুমার জামাতে ১০ জন করে অংশ নেয়ার অনুমতি দেয়া হয়।