লকডাউনে ফেসবুক ব্যবহারকারী বেড়ে ২৬০ কোটি
প্রকাশিত: মে ১, ২০২০; সময়: ১২:৫৮ পূর্বাহ্ণ |
খবর > তথ্য-প্রযুক্তি
পদ্মাটাইমস ডেস্ক : করোনার প্রাদুর্ভাবের কারণে বিশ্বের অনেক দেশেই চলছে লকডাউন। ঘরে বসেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহার করছেন অনেকেই। এর ফলে সারা বিশ্বে ফেসবুকের গ্রাহক সংখ্যা ১০ শতাংস বেড়েছে।
এতে সামাজিক যোগাযোগ মাধ্যমটির সক্রিয় গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ২৬০ কোটি। আর ফেসবুক পরিবারভুক্ত ইনস্টাগ্রাম ও হোয়াটঅ্যাপের ব্যবহারকারীদের নিয়ে মোট সংখ্যাটা ৩০০ কোটি ছুঁয়েছে। এতে ভার্চুয়াল এ মাধ্যমটির চলতি বছরের তিন মাসে আয় বেড়েছে ১০ শতাংশ তথা ৪৯০ কোটি ডলার। তিন মাসে মোট আয় হয়েছে ১ হাজার ৭৪০ কোটি ডলার।
তবে ফেসবুকের প্রধান ও সহ-নির্মাতা মার্ক জাকারবার্গ বলেন, গত তিন সপ্তাহে বিজ্ঞাপন চাহিদা কমেছে উল্লেখযোগ্য হারে।