নওগাঁর করোনা আক্রান্ত রোগি রাজশাহীতে স্থানান্তর

প্রকাশিত: মে ১, ২০২০; সময়: ১১:৪৮ অপরাহ্ণ |
নওগাঁর করোনা আক্রান্ত রোগি রাজশাহীতে স্থানান্তর

নিজস্ব প্রতিবেদক, সাপাহার : নওগাঁর সাপাহারে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির শ্বাসকষ্ট বেড়ে যাওয়াসহ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। শুক্রবার সকালে নওগাঁ সদর হাসপাতালের আইসোলেশন থেকে তাকে রাজশাহী পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার তাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

সাপাহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মুহা: রুহুল আমিন জানান, সাপাহারে প্রথম আক্রান্ত রোগির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহীতে পাঠানো হয়েছে। আর সাপাহারের অপর আক্রান্ত ২ জনের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তারা সাপাহার উপজেলার গোয়ালা ইউনিয়নের হাপানিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান ডা. রুহুল আমিন।

গত ২৮ এপ্রিল নমুনা পরীক্ষার পর শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায় উপজেলার গোয়ালা ইউনিয়নের কামাশপুর গ্রামে ৪১ বছর বয়সের গ্রাম্য এক ডেন্টাল চিকিৎসকের। তিনি এ উপজেলার প্রথম করোনা আক্রান্ত রোগি। উপজেলার দিঘির হাটে ডেন্টাল চিকিৎসা করতে তিনি।

জানা গেছে, স্ত্রী কিডনির সমস্যা কারণে ঢাকা মেডিকেলে নিয়ে যান এবং প্রায় এক মাস যাবৎ ঢাকায় অবস্থান করেন গত ২৫ এপ্রিল বাড়ি ফিরেন। বাড়ি ফিরে তিনি জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়। গত ২৬ এপ্রিল তিনি সাপাহার উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে গেলে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহীতে পাঠানো হয়। ২৮ এপ্রিল তার পরীক্ষার ফলাফল পজেটিভ আসে। তিনি অসুস্থ হওয়ার পর থেকে বাড়িতে আইসোলেশনে ছিলেন। তবে তার স্ত্রী কিডনির সমস্যার কারণে এখনো ঢাকায় অবস্থান করছেন। তাদের দুই ছেলে। তারাও আলাদা থাকেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে