ভুল, অসম্পূর্ণ ও এলোমেলো করোনার বুলেটিন!

প্রকাশিত: মে ৭, ২০২০; সময়: ৩:৪৬ অপরাহ্ণ |
ভুল, অসম্পূর্ণ ও এলোমেলো করোনার বুলেটিন!

পদ্মাটাইমস ডেস্ক : স্বাস্থ্য অধিদপ্তর করোনা পরিস্থিতির শুরু থেকেই নিয়মিত বুলেটিন করে আসছে। প্রথমে এটা ছিল প্রেস কনফারেন্স। গণমাধ্যমকর্মীদের প্রশ্নের উত্তর দেওয়া নেওয়া হতো। এরপরে এটা শুধুমাত্র বুলেটিনে দেওয়া হলো। গত কয়েকদিন ধরে এই বুলেটিন এলোমেলো হচ্ছে। তথ্য ভুল দেওয়া হচ্ছে, অসম্পূর্ণ তথ্য দেওয়া হচ্ছে।

যেমন আজ বলা হলো মৃত্যর খবর তারা এখন দিতে পারছেন না। এটি তারা পরবর্তীতে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ওয়েব সাইটে প্রকাশ করবেন। আবার গতকাল সুস্থতার কথা বলা হয়নি। আজ ১৩০ জন সুস্থ হয়েছেন বলা হয়েছে। গতকাল তিনি ভুলবশত কতজন সুস্থ হয়েছে তা বলেনি। আজকে তিনি গতদিনের সংখ্যাটাও বললেন। আজ করোনায় গত তিনদিন ধরে যে উর্ধ্বগতি ছিল তা একটু হ্রাস হয়েছে।

আজ ৫ হাজার ৮৮৮ জনের পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে ৭০৬ জন শনাক্ত হয়েছেন। এরফলে ১২ হাজার ৪২৫ জন বাংলাদেশে করোনা শনাক্ত হলো বাংলাদেশে গতকাল পর্যন্ত মৃত্যুর সংখ্যা যে ১৮৬ ছিলো সেখানে আজ যেহেতু স্বাস্থ্য অধিদপ্তর নতুন কোন সংখ্যা জানাতে পারেনি। সেজন্য এই সংখ্যা এখনো অপরিবর্তিত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানার ভাষ্যমতে এখন পর্যন্ত গতকাল সুস্থ হয়েছেন ১৩০ জন। এরফলে সুস্থের সংখ্যা ১৯১০ জন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে