২০৩০ সালের মধ্যে ঢাকায় ৬টি মেট্রোরেল তৈরি হবে : ওবায়দুল কাদের

প্রকাশিত: জুন ১০, ২০২০; সময়: ১০:২২ অপরাহ্ণ |
২০৩০ সালের মধ্যে ঢাকায় ৬টি মেট্রোরেল তৈরি হবে : ওবায়দুল কাদের

পদ্মাটাইমস ডেস্ক : ঢাকা মহানগরী ও পার্শ্ববর্তী এলাকার যানজট নিরসনে ছয়টি মেট্রোরেল রুট নির্মাণ করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আগামী ১০ বছরের মধ্যে এসব মেট্রোরেলের রুট তৈরি হবে বলেও জানান তিনি।

১০ জুন, বুধবার অনলাইনের মাধ্যমে হেমায়েতপুর-ভাটারা পর্যন্ত প্রস্তাবিত মেট্রোরেল পরামর্শক নিয়োগের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এ তথ্য জানান। ২০ কিলোমিটার দীর্ঘ এই রুটের বিস্তারিত নকশা প্রণয়ন ও নির্মাণকাজ তদারকি করবে পরামর্শক প্রতিষ্ঠানটি। এ সময় বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকিও অনুষ্ঠানে যুক্ত হন।

এ সময় ওবায়দুল কাদের বলেন, ২০৩০ সালের মধ্যে ঢাকা মহানগরী ও পার্শ্ববর্তী এলাকার যানজট নিরসনে উড়াল ও পাতালসহ ছয়টি মেট্রোরেল রুট নির্মাণ করতে যাচ্ছে সরকার।

তিনি আরো জানান, এই মেট্রো রুটটি- হেমায়েতপুর থেকে শুরু হয়ে গাবতলী-মিরপুর ১০-কচুক্ষেত-বনানী-গুলশান-২ হয়ে ভাটারা পৌঁছাবে। হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত রুট-৫’র নর্দার্ন অংশের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ এরই মধ্যে শেষ হয়েছে।

মন্ত্রী আরো বলেন, বিশ কিলোমিটার দীর্ঘ এ রুটে সাড়ে ১৩ কিলোমিটার পাতাল এবং সাড়ে ৬ কিলোমিটার হবে উড়াল। এ রুটটি নির্মাণে প্রায় ৪১ হাজার কোটি টাকা ব্যয় হবে। এর মধ্যে জাপান সরকারের অর্থায়ন প্রায় ২৯ হাজার কোটি টাকা।

চুক্তিপত্রে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক এবং পরামর্শক প্রতিষ্ঠানসমূহের পক্ষে জাপানের নিপ্পন কোয়ে কোম্পানি লিমিটেডের ভারপ্রাপ্ত পরিচালক কেন নিশিনো ও ওরিয়েন্টাল কনসালটেন্টস গ্লোবাল কোম্পানি লিমিটেডের সভাপতি ঈজি ইওনেযাওয়া এই চুক্তিটি স্বাক্ষর করেন। যা প্রায় ১৬০০ কোটি টাকা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে