সংসার মায়া!
প্রকাশিত: ১৯-০৬-২০২০, সময়: ১৯:১২ |
খবর > গল্প-ছড়া / নতুন প্রজন্ম
হায় রে হায় জীবন সংসার!
সর্বস্ব নিয়ে সকলে করছে যুদ্ধ লড়াই,
আমি সংসার জীবনের পথচারী,
ক্যামনে হবো আজ পারাপার, দূর পাহারায়?
জীবন নামের আজব মায়া করছে পিছু টান,
তবুও ভাবি,ভেবেই মরি-ভেবেই বাঁচি
আজ আমি প্রতিজ্ঞা বদ্ধ,
ছাড়িয়া যাইব এই সংসার।
ছেড়ে দিবো সংসার জীবন
হবো চীর্ণ সন্মাসী;
হায় রে হায় মন!
ভিতরেই একক স্পন্দনে
গড়ে তোলে দফায় দফায় আন্দোলন।
কল্পনায় ডুবে মরি,ভাবি যখন
হয়েছি সন্মাসী,ছেড়েছি সংসার প্রেম,
পড়ে আছে দেহ খানা, না ফেরা দূরত্বে
তবু পড়ে মনে,প্রতিদিনের পাউরুটি জ্যাম।
লেখক : শামিম কবির শিমু