করোনার থাবায় ক্ষতির মুখে রাজশাহীর রেস্তোরাঁ ব্যবসায়ীরা

প্রকাশিত: জুন ২৪, ২০২০; সময়: ৫:৫৯ অপরাহ্ণ |
করোনার থাবায় ক্ষতির মুখে রাজশাহীর রেস্তোরাঁ ব্যবসায়ীরা

ফাতিন ইশরাক : করোনা ভাইরাসের থাবায় সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়েছে রাজশাহীর রেস্তোরাঁ ব্যবসায়ীরা। মার্চের ২৬ তারিখ থেকে টানা দুই মাস বন্ধ। গত ৩১ মে লকডাউন তুলে নেওয়ার পর খুলে দেওয়া হয় সব রেস্তোরাঁ। ব্যবসায়ীরা আশায় বুক বেঁধে শুরু করে তাদের কার্যক্রম। অথচ মার্কেট, কাঁচাবাজার থেকে শুরু করে সবকিছু স্বাভাবিক গতি ফিরে পেলেও রেস্তোরাঁ ব্যবসায় স্বাভাবিক গতি ফিরে আসেনি।

রেস্তোরাঁ খোলা থাকলে রাজশাহীর সব রেস্তোরাঁ প্রায় জনশূন্য। কাস্টমার নেই বললেই চলে। অথচ রেস্টুরেন্ট ভাড়া, কর্মচারীদের বেতন ও বিদ্যুৎ বিল বাবদ প্রতি মাসেই রেস্টুরেন্টু ব্যবসায়ীদের গুণতে হচ্ছে লাখ লাখ টাকা। ফলে লোকসান তাদের পিছু ছাড়ছে না।

রাজশাহীর টেস্টি টাইম ফাস্ট ফুড রেস্টুরেন্টের সত্ত্বাধিকারী শাওন শায়ান বলেন, লকডাউনে আমাদের একটা বড় অঙ্কের ক্ষতি হয়েছে। আমাদের রেস্টুরেন্ট বন্ধ থাকলেও ভাড়া, কর্মচারীদের বেতন ও বিদ্যুৎ বিল দিতে হয়েছে প্রতি মাসেই। লকডাউনের কারণে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির রাজশাহী জেলার সভাপতি রিয়াজ আহমেদ খান জানান, রাজশাহীতে ছোট বড় মিলে দুই হাজারের মতো রেস্টুরেন্ট রয়েছে। সবারই লোকসান হয়েছে। লকডাউনে রাজশাহীর সকলে মিলে রেস্টুরেন্টের প্রতি মাসে প্রায় ৬ কোটি টাকা ক্ষতি হয়েছে। এছাড়াও কর্মচারী, ভাড়া ও অন্যান্য খরচ মিলে পুরো লকডাউনে প্রায় ৬০ কোটি টাকার ক্ষতি হয়েছে। সরকারি প্রণোদনা ছাড়া এ ক্ষতি কাটিয়ে উঠা সম্ভব না বলেও জানান এই ব্যবসায়ী নেতা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে