ডিগ্রী পরীক্ষায় ১ম স্থানে তানোরের তহমিনা

প্রকাশিত: ২৭-০৬-২০২০, সময়: ১২:৫৯ |

নিজস্ব প্রতিবেদক, তানোর : তানোরে ডিগ্রী (পাস) পরীক্ষায় বিএ গ্রুপ থেকে পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ৪ এর মধ্যে ৩.৫৯ পেয়ে রাজশাহী জেলায় ১ম স্কোর অর্জন করেছে তহমিনা খাতুন।

তহমিনা তানোর সরনজাই ডিগ্রী কলেজ থেকে ২০১৭ সালের ডিগ্রী (পাশ) পরীক্ষায় বিএ গ্রুপ থেকে পরীক্ষা অংশ গ্রহণ করেন।

সে তানোর উপজেলার জেলার সরকার পাড়া গ্রামের কৃষক আবু তাহের আলী ও মাতা গৃহীনি শ্যামলী খাতুনের মেয়ে।

তহমিনা বর্তমানে তানোর উপজেলার সরনজাই ইউনিয়ন এলাকার তাঁতিহাটি কমিউনিটি ক্লিনিকে (সিএইচসিপি) কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডাইর হিসেবে কর্মরত রয়েছেন।

তিনি কলেজের শিক্ষক/শিক্ষিকাসহ বাবা মায়ের সহযোগীতার কারণেই ভালো ফলাফল করার কথা উল্লেখ করেছেন। তিনি সকলের দোয়া কামনা করেছেন।

তানোর সরনজাই ডিগ্রী কলেজের অধ্যক্ষ ইমারত আলী বলেন, তহমিনা অত্যান্ত মেধাবী ছাত্রী, সে পড়া শোনা নিয়েই ব্যস্থ থাকতো। তার কৃতিত্বে কলেজসহ তানোরবাসী গর্বিত। তার সফলতা কামনা করছি।

উপরে