দক্ষিণ কোরিয়ার বেগুনী দ্বীপ
পদ্মাটাইমস ডেস্ক : ভারতের জয়পুরে নীল আর গোলাপী শহর তো আমরা চিনি। রাজপুত আর মুঘল স্থাপত্যে সাজানো পুরানো শহর। কিন্তু এবার দক্ষিণ কোরিয়ায় এক দ্বীপ খুঁজে পেয়েছে ভ্রমণ পিপাসুরা। এই দ্বীপের সমস্ত কিছুই বেগুনী রঙের। আপনার ইন্সটাগ্রাম দেয়াল চোখ-ঝলসানো রঙ্গে রাঙ্গিয়ে দেওয়ার জন্যই যেন প্রস্তুত করা।
করোনাভাইরাস কবলিত পৃথিবী থমকে গেলেও ধীরে ধীরে আবার ফিরে পাচ্ছে প্রাণচাঞ্চল্য। এখন হয়তো আর আগের মতো ভ্রমণের সুযোগ নেই, কিন্তু যখন আবার শুরু হবে তারই প্রস্তুতি নিয়ে রাখছে দক্ষিণ কোরিয়া।
বানোয়াল আর পার্কজি- এই দুইটি দ্বীপ মিলে তৈরি করা হয়েছে বেগুনী রাজ্য। এই দুইটি দ্বীপকে সংযুক্ত করা হয়েছে ঝলমলে বেগুনী রঙের একটি সেতু দিয়ে। এর নাম চেওনসা সেতু।
এই দুইটি দ্বীপের সমস্ত বাড়ির ছাদ বেগুনী রঙের। এমনকি রাস্তাগুলোও। দ্বীপজুড়ে লাগানো হয়েছে ল্যাভেন্ডার, এম্প্রেস এর মতো বেগুনী ফুলের গাছ।
পর্যটকদের জন্য নির্মিত হোটেলগুলোও বেগুনী রঙের। এই হোটেল্গুলোতে এক রাত থাকতে খরচ হবে ৪১ ডলার। বাংলাদেশি টাকায় প্রায় ৪ হাজার টাকা।
এখনও দ্বীপ দুটো সাজাতে চলছে ছোটখাট নির্মাণ কাজ। কিন্তু ইতোমধ্যেই ইন্সটাগ্রামের ছবির বরাতে ছড়িয়ে পড়েছে এর খ্যাতি।