রাজশাহীতে বিআরটিসি বাসের ধাক্কায় ১ গৃহবধূ নিহত, আহত ২

প্রকাশিত: জুলাই ১৫, ২০২০; সময়: ৬:৫৯ অপরাহ্ণ |
রাজশাহীতে বিআরটিসি বাসের ধাক্কায় ১ গৃহবধূ নিহত, আহত ২

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীর ভদ্রার মোড়ে রেশম ভবনের সামনে একটি ব্যপরোয়া বিআরটিসি বাসের ধাক্কায় মটোরসাইকেল আরোহী মোছা সুভেচ্ছা বেগম (২৭) নামের গৃহবধূ নিহত হয়েছেন। এসময় নিহত গৃহবধূর স্বামী মো সবুজ হোসেন (৩০) ও তাদের এক মাত্র শিশু কণ্যা অহত হন। বুধবার বিকেল সাড়ে ৫ টার দিকে নগরীর ভদ্রার মোড় এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নিবারন চন্দ্র বর্মন।

তিনি আরো জানান, নিহত গৃহবধূ সুভেচ্ছা স্বপরিবারে রাজশাহী নগরীর তেরখাদিয়া পশ্চিম পাড়া এলাকায় বসবাস করতেন। সুভেচ্ছার স্বামী সবুজ হোসেন নগরীর লক্ষীপুর জমজম ইসলামী হাসপাতালে সহকারী এক্স-রে হিসেবে চাকুরী করেন।

বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নিবারন চন্দ্র বর্মন জানান, বিকাল সাড়ে ৫ টার দিকে বাইক কে করে ভদ্রা হয়ে স্বপরিবারে নিহত গৃহবধুর বাবার বাড়ি চারঘাট উপজেলার ইউসুফপুরে যাচ্ছিলেন। এসময় বিআরটিসির একটি যাত্রী বাহী বাস তাদের বাইকের পেছন থেকে ধাক্কা দিয়ে দ্রুত বাসটি পালিয়ে যায়। এ সময় বাইকের পেছনে থানা মোছ সুভেচ্ছা বেগম (২৭) গৃহবধূ ঘটনাস্থলেই মারা যায়। এসময় নিহত ওই নারীর স্বামী মো সবুজ হোসেন ও তাদের একমাত্র শিশু সন্তানকে অহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আহত ভর্তি করা হয়েছে।

ওসি আরো বলেন, ঘটনার পরেই পুলিশ ঘটনা স্থলে গিয়ে নিহত ওই নারীর লাশ রামেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ওই বাসটি কে আটকের চেষ্টা চলছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে