বগুড়ার সান্তাহারে শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস

প্রকাশিত: জুলাই ১৬, ২০২০; সময়: ৬:২২ অপরাহ্ণ |
বগুড়ার সান্তাহারে শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস

নিজস্ব প্রতিবেদক, আদমদীঘি বগুড়া : করোনা সংক্রমণ মোকাবিলায় গত ১৭ মার্চ থেকে সারাদেশে বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ফলে বগুড়ার আদমদীঘির সান্তাহারেও নিস্তব্ধ হয়ে আছে বিদ্যালয় প্রাঙ্গণগুলো।

করোনার কারনে দীর্ঘদিন সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের পড়া লেখার ক্ষতি পুষিয়ে নিতে সান্তাহারে অনলাইন ক্লাস চালু করেছেন শিক্ষক রঞ্জন কুমার বি,বি,এ (অনার্স) এম,বি,এ (হিসাব বিজ্ঞান) সহকারি শিক্ষক ইকরকুড়ি উচ্চ বিদ্যালয়।

রঞ্জন কুমার জানান, করোনার মধ্যে উন্নত দেশের মতো আমাদের শিক্ষার্থীরাও ঘরে বসে অনলাইন ক্লাস পেয়ে অত্যন্ত খুশি। সপ্তাহে ৪ দিন শনি, সোম, বুধ ও শুক্রবার সন্ধা ৭ টায় আমাদের এই অনলাইন ক্লাসে পাঠদান করা হয়, যা করোনাকালীন সময় পর্যন্ত অব্যাহত থাকবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে