স্বাস্থ্য খাতে দুর্নীতি লুটপাট বন্ধে রাজশাহী উদীচীর প্রতিবাদ

প্রকাশিত: জুলাই ১৭, ২০২০; সময়: ৫:৫৯ অপরাহ্ণ |
স্বাস্থ্য খাতে দুর্নীতি লুটপাট বন্ধে রাজশাহী উদীচীর প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্য খাতে দুর্নীতি লুটপাট বন্ধে স্বাস্থমন্ত্রী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের অপসারণ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের লুটপাটে সিন্ডিকেট হোতাদের গ্রেপ্তার, দ্রুত বিচার ও কঠোর শাস্তি প্রদান এবং সকলের জন্য বিনামূল্যে করোনা পরীক্ষা ও চিকিৎসা নিশ্চিতের দাবীতে উদীচী শিল্পীগোষ্ঠী রাজশাহী জেলা সংসদ প্রতিবাদ সমাবেশ করেছে।

শুক্রবার সকাল সাড়ে ১০ টায় রাজশাহী নগরীর আলুপট্টি বঙ্গবন্ধু চত্বরে উদীচী,কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি ও রাজশাহী জেলা সংসদের সভাপতি  জুলফিকার আহমেদ গোলাপের সভাপতিত্বে ও জাতীয় পরিষদ সদস্য  ও রাজশাহী জেলা সংসদের সহ সাধারন সম্পাদক শাহিনুর রহমান সোনার সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ও কলামিস্ট বাবু প্রশান্ত কুমার সাহা, মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার্স ফোরাম সভাপতি  শাজাহান আলী বরজাহান,খেলাঘর রাজশাহী জেলা সংসদের সাধারণ সম্পাদক আফতাব হোসেন কাজল।

এ সময় আরো উপস্থিত ছিলেন রাজশাহী জেলাসংসদের কোষাধ্যক্ষ সন্তোষ কুমার, সম্পাদকমন্ডলীর সদস্য রণজিৎ দাস,আদিবাসী নেতা আন্দ্রিয়াস বিশ্বাস, সংস্কৃতি কর্মী নদীয়া মার্ডী শিউলী, হোসনে আরা, হালিমা খাতুন, নাহিদুজ্জামান অনিক প্রমূখ।

  • 116
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে