রাজশাহীতে সিগারেট মজুদকারিদের বিরুদ্ধে পুলিশের অভিযান

প্রকাশিত: জুলাই ১৭, ২০২০; সময়: ৯:২৮ অপরাহ্ণ |
রাজশাহীতে সিগারেট মজুদকারিদের বিরুদ্ধে পুলিশের অভিযান

নিজস্ব প্রতিবেদক : অধিক মুনাফা লাভের আশায় রাজশাহী নগরীর বিভিন্ন মৌসুমি ব্যবসায়ী প্রচুর পরিমাণে সিগারেট মজুদ করে রেখেছে। এর ফলে বাজারে কৃত্রিম সংকট এবং অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়। এমন কিছু মৌসুমি ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে পুলিশ।

শুক্রবার রাত ১০টা থেকে মতিহার থানা পুলিশ মৌসুমি ব্যবসায়ী তালাইমারী এলাকার শিহাব, ধরমপুর এলাকার মুরাদ এবং কাটাখালি এলাকার টিপু খানের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমানে ডার্বি ব্র্যান্ডের পুরাতন সিগারেট মজুদকৃত অবস্থায় পায়। অবৈধভাবে মজুদ করায় এইসব ব্যবসায়ীদের বাসা থেকে মোট ৪ লাখ ৭০ হাজার শলাকা ডার্বি সিগারেট জব্দ করে।

এসময় বাজার সমিতির নেতৃবৃন্দ অনুরোধ করলে ওই ব্যবসায়ীদের কাছ থেকে মুচলেকা নেয়া হয়। যে পরবর্তীতে এ ধরনের কাজের জন্য কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে