নারী ও কিশোরীদের সুস্বাস্থ্যের অধিকার আদায়ে মানববন্ধন

প্রকাশিত: জুলাই ১৭, ২০২০; সময়: ১০:৪১ অপরাহ্ণ |
নারী ও কিশোরীদের সুস্বাস্থ্যের অধিকার আদায়ে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধ করে নারী ও কিশোরীদের সুস্বাস্থের অধিকার নিশ্চিত করার দাবিতে রাজশাহীতে মানব বন্ধন করেছে সামাজিক সংগঠন জনউদ্যোগ।

১৭ জুলাই, শুক্রবার বেলা সাড়ে ১১ টায় নগরীর আলুপট্টি মোড়ের বঙ্গবন্ধু চত্বরে জনউদ্যোগ রাজশাহীর সভাপতি মুক্তিযোদ্ধা-কলামিস্ট প্রশান্ত কুমার সাহার সভাপতিত্বে ও সদস্য সচিব অধ্যক্ষ জুলফিকার আহমেদ গোলাপের সঞ্চালনায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, উদীচী রাজশাহী জেলা সংসদের সাধারণ সম্পাদক অজিত কুমার মন্ডল, খেলাঘর রাজশাহী জেলা সাধারণ সম্পাদক আফতাব হোসেন কাজল।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নাট্যকর্মী ব্রজেন্দ্রনাথ প্রামানিক, নারী নেত্রী সেলিনা বানু, প্রভাষক সন্তোষ কুমার, রঞ্জিত দাস, শাহিনুর রহমান সোনা, আদিবাসী নেতা আন্দ্রিয়াস বিশ্বাস, উদীচী কর্মী শিউলি মার্ডি, হালিমা খাতুন, নাহিদুজ্জামান অনিক প্রমুখ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে