রাজশাহী বিভাগে ২৪ ঘন্টায় শনাক্ত ৩৪১, মৃত্যু ৫

প্রকাশিত: জুলাই ১৮, ২০২০; সময়: ১:১৪ অপরাহ্ণ |
রাজশাহী বিভাগে ২৪ ঘন্টায় শনাক্ত ৩৪১, মৃত্যু ৫

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিভাগের আট জেলায় গত ২৪ ঘণ্টায় ৩৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিন রাজশাহীতে দুই জন ও বগুড়ায় তিনজন করোনা আক্রান্ত রোগি মারা গেছেন। একই সময় সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৫১ জন।

শনিবার সকাল পর্যন্ত রাজশাহী বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৮১৫ জনে। এ বিভাগে এখন পর্যন্ত মারা গেছেন ১২৭ জন এবং সুস্থ্য হয়েছেন ৪০৭৪ জন। দুপুরে এক প্রতিবেদনে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তারের পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য এ তথ্য জানিয়েছেন।

ডা. গোপেন্দ্র নাথ জানান, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তের মধ্যে রাজশাহীর ৬৫ জন, চাঁপাইনবাগঞ্জের ৪৫ জন, নওগাঁর ৩৯ জন, নাটোরে ১৩ জন, জয়পুরহাটে ২৭ জন, বগুড়ায় ৭১ জন, সিরাজগঞ্জে ৩৮ জন ও পাবনায় ৪৩ জন।

তিনি জানান, রাজশাহী বিভাগে আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ বগুড়ায় ৪০৫১ জন। এছাড়াও রাজশাহীতে ২০৩৯ জন, চাঁপাইনবাবগঞ্জে ২৮৬ জন, নওগাঁয় ৭৭৯ জন, নাটোরে ৩৪০ জন, জয়পুরহাটে ৬২৫ জন, সিরাজগঞ্জে ১০২৪ জন ও পাবনায় ৬৭১ জনের করোনা শনাক্ত হয়েছে।

তিনি বলেন, সরকারি হিসেবে এ পর্যন্ত বিভাগের আট জেলার মধ্যে ছয় জেলায় মৃতের সংখ্যা ১২৭ জন। এর মধ্যে রাজশাহীতে ১৭ জন, নওগাঁয় ১২ জন, নাটোরে একজন, বগুড়ায় ৭৮ জন, সিরাজগঞ্জে ১০ জন ও পাবনায় নয়জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে। সরকারি হিসেবে এখনো জয়পুরহাট ও চাঁপাইনবাবগঞ্জে কোন করোনা আক্রান্ত রোগি মারা যায়নি।

এ পর্যন্ত রাজশাহী বিভাগে সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৪০৭৪ জন করোনা আক্রান্ত রোগি। এর মধ্যে রাজশাহীর ৬০২, চাঁপাইনবাবগঞ্জে ৯৭ জন, নওগাঁয় ৫৩৮ জন, নাটোরে ১১৫ জন, জয়পুরহাট ১৮৫ জন, বগুড়ায় ২০৬৫ জন, সিরাজগঞ্জ ২০৭ জন ও পাবনায় ২৬৫ জন।

ডা. গোপেন্দ্র নাথ বলেন, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে মানুষের সচেতনতার কোনো বিকল্প নেই। অতি জরুরী প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হওয়া যাবে না। প্রয়োজনে বের হলে মাস্ক পরতে হবে। এছাড়াও সামাজিক দুরত্ব রাখাসহ মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি। তবেই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলে মনে করেন এই স্বাস্থ্য কর্মকর্তা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে