রামেক হাসপাতালে করোনায় নওগাঁর নারীর মৃত্যু

প্রকাশিত: জুলাই ১৮, ২০২০; সময়: ৯:২১ অপরাহ্ণ |
রামেক হাসপাতালে করোনায় নওগাঁর নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক করোনা রোগীর মৃত্যু হয়েছে। তার নাম তানজিলা খাতুন (৫০)। নওগাঁর সাপাহার উপজেলার এরেন্ডা গ্রামে এই নারীর বাড়ি।

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য জানিয়েছেন। এর আগে ভোররাতে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কামাল নামে করোনা আক্রান্ত এক ব্যক্তি রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে জানান ডা. সাইফুল।

তিনি বলেন, হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শনিবার বেলা ১১টার তিনি মারা যান। তিনি করোনা পজিটিভ ছিলেন। তানজিলা খাতুন গত ৯ জুলাই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তানজিলার মৃত্যুর পর বিষয়টি কোয়ান্টাম ফাউন্ডেশনকে অবহিত করা হয়। তাদের স্বেচ্ছাসেবকরা স্বাস্থ্যবিধি মেনে লাশ দাফনের ব্যবস্থা করছেন।

এর আগে শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্তে নওগাঁর দুইজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের করোনা পজিটিভ ও অন্যজনের উপসর্গ ছিল।

নিহতের পরিবার ও হাসপাতাল সূত্র জানান, নওগাঁর মান্দায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মুক্তিযোদ্ধা ওসমান গণি (৭২) মারা গেছেন। শুক্রবার সকাল ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গত বুধবার দুপুরে রামেক হাসপাতালের করোনা ইউনিটে তাকে ভর্তি করা হয়েছিল। সেখানে তার নমুনা সংগ্রহ করা হলেও এখন পর্যন্ত রিপোর্ট পাওয়া যায়নি।

এছাড়াও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনাভাইরাসে আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে হাসপাতালের ৩০ নম্বর ওয়ার্ডে তিনি মারা যান। তার নাম আবদুল কুদ্দুস শাহ চৌধুরী (৬০)। তার বাড়ি নওগাঁর সাপাহার উপজেলায়। মৃতের নাতি আবু সাঈদ চৌধুরী অনিক এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, গত বুধবার তার নানার নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে