রাজশাহী ও নাটোরের আরও ৪৯ জনের করোনা শনাক্ত

প্রকাশিত: জুলাই ১৮, ২০২০; সময়: ১০:২০ অপরাহ্ণ |
রাজশাহী ও নাটোরের আরও ৪৯ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ল্যাবে আরও ৪৯ জনের নমুনায় করোনাভাইরাস পাওয়া গেছে। শনিবার এ ল্যাবে ১৮১ জনের নমুনা পরীক্ষায় হয়। নতুন আক্রান্ত ৪৯ জনের মধ্যে রাজশাহীর ৩৯ জন নাটোরের ১০ জন।

রামেকের উপাধ্যক্ষ ও মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. বুলবুল হাসান জানান, রাজশাহীর নতুন ৩৯ জন করোনা আক্রান্ত রোগীর মধ্যে ৩২ জনের বাড়ি মহানগরীতে। আর বাকি ৭ জনের বাড়ি জেলার বাঘা উপজেলায়। এছাড়াও নাটোরের ১০ জনের মধ্যে ৪ জনের বাড়ি লালপুর উপজেলায়। আর নাটোর সদর, গুরুদাসপুর এবং সিংড়া উপজেলার ২ জন করে।

রাজশাহীতে নতুন ৩৯ জন শনাক্ত হওয়ায় আক্রান্তের সংখ্যা বেড়ে ২ হাজার ৭৮ জনে দাঁড়াল। এদের মধ্যে ১ হাজার ৬৪৪ জন মহানগরীর বাসিন্দা। আর নাটোরে নতুন ১০ জন নিয়ে করোনা আক্রান্ত বেড়ে দাঁড়াল ৩৫০ জনে।

রাজশাহীতে করোনা আক্রান্ত ২ হাজার ৭৮ জনের মধ্যে ১ হাজার ৫৯২ জনই সিটি এলাকার। এছাড়াও জেলার বাঘা উপজেলায় ৪৭, চারঘাটে ৩৭, পুঠিয়ায় ২৫, দুর্গাপুরে ২৭, বাগমারায় ৪৬, মোহনপুরে ৬৩, তানোরে ৫৯, পবায় ১০১ এবং গোদাগাড়ীতে ২৯ জন করোনা রোগী শনাক্ত হয়।

রাজশাহীতে এ পর্যন্ত করোনায় ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নগরীতে ৮ জন। এছাড়াও আক্রান্তদের মধ্যে ইতোমধ্যে সুস্থ হয়েছেন ৬০২ জন। এর মধ্যে নগরীতে ৪২৭ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন এক হাজার ৪২২ জন। এর মধ্যে হাসপাতাল আইসোলেশনে ১১ জন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে