প্রকাশিত সংবাদ নিয়ে আরএসডিপির ব্যাখ্যা

প্রকাশিত: জুলাই ২৬, ২০২০; সময়: ৩:৩১ অপরাহ্ণ |
প্রকাশিত সংবাদ নিয়ে আরএসডিপির ব্যাখ্যা

নিজস্ব প্রতিবেদক : গত ২৫ জুলাই অনলাইন পত্রিকা পদ্মাটাইমস২৪.কম এ প্রকাশিত “রাজশাহীতে কোচিং সেন্টারে ছাত্রীকে ধর্ষনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার” শীর্ষক সংবাদের একাংশের ব্যাখ্যা দিয়েছে সামাজিক উন্নয়ন প্রতিষ্ঠান আরএসডিপি। এক প্রতিবাদ লিপিতে সংস্থাটির পরিচালকের পক্ষে এরিয়া ম্যানেজার সুমনচন্দ্র সরকার দাবি করেছেন প্রতিবেদনে তাদের প্রতিষ্ঠান নিয়ে যে তথ্য পরিবেশন করা হয়েছে তা সঠিক নয়।

সুমনচন্দ্র সরকার বলেন, সংবাদে আরএসডিপি এনজিও’র নিজস্ব জমিতে উল্লেখিত সাফল্য মডেল প্রাইভেট হোম নামে কোচিং সেন্টারটি অবস্থিত তথ্যটি সত্য নয়। আরএসডিপি অফিসটি ভাড়া নিয়ে পরিচালিত। উক্ত কোচিং সেন্টারটির সাথে আরএসডিপি’র কোন যোগসূত্র নাই। আরএসডিপি সামাজিক উন্নয়নে দীর্ঘ দিন ধরে কাজ করে আসছে। সমাজ বিরোধী কোন কাজে আরএসডিপি জড়িত থাকে না। সড়যন্ত্রমূলক আরএসডিপির বিরুদ্ধে ভুল সরবরাহ করা হয়েছে। ভুল তথ্য প্রকাশ করায় এর প্রতিবাদ ও নিন্দা জানায়। -বানিজ্যিক

  • 80
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে