রাজশাহীর কেশরহাট পৌরসভায় জাতীয় শোক দিবস পালিত

প্রকাশিত: আগস্ট ১৫, ২০২০; সময়: ২:৪৬ অপরাহ্ণ |
রাজশাহীর কেশরহাট পৌরসভায় জাতীয় শোক দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর মোহনপুরের কেশরহাট পৌরসভায় যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে পৌরসভার অডিটোরিয়ামে আয়োজিত সভায় বঙ্গবন্ধুসহ সব শহীদ স্মরণ করে আলোচনা করেন মেয়র শহিদুজ্জামান শহিদ।

এসময় উপস্থিত ছিলেন, পৌর আওয়ামীলীগের সভাপতি হাজি শাহেদুজ্জামান মুক্তা,পৌরসভার প্যানেল মেয়র রুস্তম আলী প্রামাণিক, নারী কাউন্সিলর মমেনা আক্তার, জোসনা খাতুন, লাইসেন্স পরিদর্শক রোকমতজামান টিটুসহ সকল কর্মচারীবৃন্দ। শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন সহকারি কর নির্ধারক মোফাখ্খারুল ইসলাম।

অন্যদিকে কেশরহাট ডিগ্রি কলেজ, কেশরহাট মহিলা কলেজ, কেশরহাট টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউট, কেশরহাট উচ্চবিদ্যালয় এবং কেশরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান এ উপলক্ষে আলোচনাসভা ও দোয়া মাহফিলে অংশ নেয়।

  • 29
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে