অবৈধ সম্পদ: রেলের পিডি রমজান দম্পতির নামে দুদকের মামলা

প্রকাশিত: আগস্ট ১৭, ২০২০; সময়: ৭:৫০ অপরাহ্ণ |
অবৈধ সম্পদ: রেলের পিডি রমজান দম্পতির নামে দুদকের মামলা

পদ্মাটাইমস ডেস্ক : চার কোটি ২৮ লাখ টাকা সম্পদের উৎস দেখাতে না পারায় খুলনা-মোংলা রেললাইন নির্মাণ প্রকল্পের পরিচালক রমজান আলী ও তার স্ত্রীর বিরুদ্ধে আলাদা দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

রোববার দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ বাদি হয়ে মামলা করেন সংস্থার উপপরিচালক আবু বকর সিদ্দিক।

এজাহারে বলা হয়, রমজান দম্পতির নামে-বেনামে বিপুল সম্পদ রয়েছে। এর মধ্যে বসুন্ধরা আবাসিক এলাকার এইচ ব্লকে তিন কাঠা জমিতে ৮ তলা বাড়ি রয়েছে রমজানের। দুই কোটি ৪৩ লাখ টাকার সম্পদের কোনো হিসাব দিতে না পারায় তার বিরুদ্ধে মামলা করে দুদক।

এদিকে, রমজানের স্ত্রী আগা দিলরুবা পারভীন ইলোরার নামে বিভিন্ন জায়গায় প্লট ও ফ্ল্যাট রয়েছে। এজাহারে রমজানের স্ত্রীর বিরুদ্ধে ১ কোটি ৮৫ লাখ টাকা অবৈধ সম্পদের তথ্য তুলে ধরা হয়েছে।

  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে