চার মামলায় স্থাগিতাদেশ আপিল বিভাগেও বহাল

প্রকাশিত: আগস্ট ১৭, ২০২০; সময়: ৮:১৩ অপরাহ্ণ |
চার মামলায় স্থাগিতাদেশ আপিল বিভাগেও বহাল

পদ্মাটাইমস ডেস্ক : বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে করা চার মামলার বিচারিক কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। রাজধানীর যাত্রাবাড়ী ও দারুসসালাম থানায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে ওই চার মামলা করা হয়।

১৭ আগস্ট, সোমবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেন।

এ সময় রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আর খালেদা জিয়ার পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল।

এর আগে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আবেদন করেছিল রাষ্ট্রপক্ষ। যা আজ খারিজ করে দিলো আপিল বিভাগ।

প্রসঙ্গত, ২০১৫ সালের জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চে বিএনপি নেতৃত্বাধীন জোটের হরতাল চলাকালে মিরপুরের দারুসসালাম ও যাত্রাবাড়ী থানায় নাশকতার অভিযোগে এসব মামলা করা হয়। এসব মামলার কার্যক্রম স্থগিত চেয়ে আবেদন জানানো হয়। এরপর ২০১৭ সালের ১৫ মে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এসব মামলার বিচারিক কার্যক্রম স্থগিত আদেশ দেন। পরে ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে