পবায় ওয়ার্ল্ডভিশন পবা এপির সবজি বীজ ও বেড়াজাল বিতরণ

প্রকাশিত: আগস্ট ১৮, ২০২০; সময়: ৪:১০ অপরাহ্ণ |
পবায় ওয়ার্ল্ডভিশন পবা এপির সবজি বীজ ও বেড়াজাল বিতরণ

নিজস্ব প্রতিবেদক : করোনাকালীন সময়ে রাজশাহীর পবায় দরিদ্র পরিবারের মাঝে সবজি বীজ ও বেড়াজাল বিতরণ করা হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পবা এপির উদ্যোগে উপজেলার ৪টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার অসহায় মানুষের মাঝে এসব বীজ ও বেড়াজাল বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এপিসি ম্যানেজার লিটন মন্ডল, প্রোগ্রাম অফিসার লরেন্স মন্ডল, মাসুদ রানা , সুজন ডেভিড গ্রেগরী, রতন কুমার ভৌমিক, ফারুক হোসেন, লাইভলীহুড স্পেশালিস্ট ইফতেখার উদ্দিন আহমেদ, ডেভিড বাস্কে, হিসাব কর্মকতা ফাল্গুনী চাম্বুগং ও জেপিও গ্রেস রোজী হালদার।

এদিন ৩১০টি পরিবারের প্রতিটি পরিবারের মাঝে ১ প্যাকেট করে মিষ্টিকুমড়া, লাউ, চালকুমড়া, পুঁইশাক, শিম, লালশাক ও ৪ প্যাকেট পালং শাক প্রদান করা হয়। করোনা কালীন সময়ে পরিবারের দ্রুত আয় বৃদ্ধি,পুষ্টির চাহিদা পূরণ এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য সবজি বীজ প্রদান করা হয়।

উল্লেখ্য চলতি মাসে পবা এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ২৩৭ টি পরিবারের মধ্যে নি:শর্তভাবে বিকাশ একাউন্ট এর মাধ্যমে পরিবার প্রতি ৩ হাজার টাকা নগদ অর্থ প্রদান, ৩০০ টি পরিবারের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী, ৪০০ পরিবারের শিশুদের জন্য পুষ্টিকনা, ৪৮০ জন গ্রাম উন্নয়ন কমিটির মাঝে সাবান ও মাস্ক বিতরণ করে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে