তানোরে ভ্রাম্যমাণ আদালতে তহসিল অফিসে দালালের কারাদন্ড

প্রকাশিত: আগস্ট ১৮, ২০২০; সময়: ৫:১৬ অপরাহ্ণ |
তানোরে ভ্রাম্যমাণ আদালতে তহসিল অফিসে দালালের কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক, তানোর : তানোর আমশো তহসিল অফিসে আটক দালালের ৩মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্ত দালালের নাম ইয়াকুব আলী (৩৬) তিনি তানোর পৌর এলাকার জিওল গ্রামের ইসাহাক আলীর পুত্র।

সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে তানোর উপজেলা নির্বাহী অফিসার ও দায়িত্বপ্রাপ্ত তানোর সহকারী কমিশনার (ভূমি) সুশান্ত কুমার মাহাতো তানোর আমশো তহসিল অফিসে ঝটিকা অভিযান যান।

এসময় আটককৃত ইয়াকুব তহসিল অফিসে বসে অফিসিয়াল কাজকর্ম করতে দেখে ইউএনও তার পরিচয় জানতে চাইলে সে বিভিন্ন মানুষের খাজনা খাজিরের কাজ করে দেন বলে জানান।

এসময় তাকে আটক করে জিওল মোড়ে তার নিজ কম্পিউটারের দোকানে গিয়ে তল্লাশী চালিয়ে চালানো হয়। সেখান থেকে সরকারী রাজস্ব আদায়ের ডিসিআর বইসহ খারিজের নথিপত্র উদ্ধার করা হয়।

পরে সন্ধ্যায় তানোর উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো ভ্রাম্যমান আদালত বসিয়ে ১৮৭৯ সালের টাউট আইনের ৩৬/৬ ধারায় তাকে ৩মাসের কারাদন্ড প্রদান করেন। মঙ্গলবার তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

এলাকাবাসী, প্রত্যক্ষদর্শি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সুত্রে জানা গেছে, ইয়াকুব আলী দীর্ঘদিন ধরে তহসীল অফিসসহ ভূমি অফিসের কর্মকর্তা/কর্মচারীদের সাথে যোগসাজসে এলাকার জনসাধারণের জমি খারিজ ও খাজনা দেয়ার নামে বিভিন্ন ভাবে অতিরিক্ত টাকা আদায় করে আসছিলো।

  • 21
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে