রাজশাহীতে কমেছে করোনা সংক্রমন

প্রকাশিত: আগস্ট ১৮, ২০২০; সময়: ৮:৫২ অপরাহ্ণ |
রাজশাহীতে কমেছে করোনা সংক্রমন

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে কমেছে করোনাভাইরাসের সংক্রমন। মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ল্যাবে ১৮৩ জনের নমুনা পরীক্ষা করে ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগের দিন এ ল্যাবে ১৩২ জনের নমুনা পরীক্ষা করে ৩৫ জনের করোনাভাইরাস ধরা পড়ে।

রামেকের ভাইরোলজি বিভাগের প্রধান ডা. সাবেরা গুলনাহার জানান, মঙ্গলবার রামেক ল্যাবে রাজশাহীর ১৭৯টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ২৯ জনের করোনা শনাক্ত হয়। আর চাঁপাইনবাবগঞ্জের চারটি নমুনা পরীক্ষায় একজনের ফলাফল পজিটিভ আসে।

তিনি আরও জানান, রাজশাহীর ২৯ জনের মধ্যে ১৩ জন রামেকে নমুনা দিয়েছিলেন। এছাড়া নগরীর বিভিন্ন এলাকার ছয়জন, র‌্যাব-৫ এর একজন এবং জেলার বাঘা উপজেলার পাঁচজন ও বাগমারার চারজনের করোনা শনাক্ত হয়েছে।

এদিকে, হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, মেডিকেল কলেজ হাসপাতালের বর্হিবিভাগের ল্যাবে ১২৪টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৭ জনের নমুনায় করোনাভাইরাস পাওয়া গেছে। এদের মধ্যে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালেরর দুই রোগী, তিনজন পুলিশ সদস্য, রামেক হাসপাতালের চারজন, রামেকের একজন এবং নগরীর বিভিন্ন এলাকার ছয়জনের করোনা শনাক্ত হয়েছে।

রাজশাহীর নতুন ২৯ জন শনাক্ত হওয়ায় জেলা ও মহানগরে মোট আক্রান্তের সংখ্যা এখন চার হাজার ১৫৬ জন। এর মধ্যে রাজশাহী নগরীতে তিন হাজার ৭৩ জন। এর মধ্যে দুই হাজার ৩৯৯ জন ইতোমধ্যে সুস্থ হয়েছেন। আর মারা গেছেন নগরীর ১৮ জনসহ মোট ৩৫ জন। বর্তমানে চিকিৎসাধীন এক হাজার ৬৭৬ জন। যাদের মধ্যে ২৩ জন হাসপাতাল আইসোলেশনে এবং বাকিরা বাড়ি থেকে চিকিৎসা নিচ্ছেন।

  • 322
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে