গোদাগাড়ীতে জলবায়ু বিষয়ে কৃষকদের সাথে সচেতনতামূলক সভা

প্রকাশিত: আগস্ট ১৯, ২০২০; সময়: ৪:০৪ অপরাহ্ণ |
গোদাগাড়ীতে জলবায়ু বিষয়ে কৃষকদের সাথে সচেতনতামূলক সভা

জ্যেষ্ঠ প্রতিনিধি, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে জলবায়ু পরিবর্তন ও অভিযোজন বিষয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও কৃষকদের সাথে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সিসিবিভিও-রাজশাহীর আয়োজনে ও ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড জার্মানী-এর সহায়তায় “রক্ষাগোলা গ্রাম ভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচী”-এর আওতায় জলবায়ু পরিবর্তন ও অভিযোজন বিষয়ে ক্ষুদ্রনৃগোষ্ঠী নেতৃবৃন্দ ও কৃষকদের সচেতনতা সভা অনুষ্ঠিত হয়।

রাজাবাড়ী ডিগ্রী কলেজ হলরুমে স্বাস্থ্য বিধি মেনে শারীরিক দুরত্ব বজায় রেখে রক্ষাগোলা সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় কৃষকসহ ৩৬ জন অংশগ্রহণ করে।

সভায় সভাপতিত্ব করেন রাজাবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো: সেলীম রেজা। সচেতনতা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজাবাড়ী ডিগ্রি কলেজের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: শাহাদুল হক। আলোচক হিসাবে উপস্থিত ছিলেন মহিশালবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হায়দার আলী।

সভার আলোচ্য বিষয় ছিল আবহাওয়া ও জলবায়ু কাকে বলে, জলবায়ু পরিবর্তনে কী কী ক্ষতি হয়, বরেন্দ্র অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাবের ফলে কি কি সমস্যার সৃষ্টি হয়েছে, খরা কি, খরার কারণে কী কী সমস্যা হয়, খরা প্রতিরোধের উপায়, বরেন্দ্র অঞ্চলে জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর জন্য কৃষি উৎপাদনের ক্ষেত্রে বিভিন্ন পদক্ষেপ, বরেন্দ্র অঞ্চলে দরিদ্র ও প্রান্তিক চাষীদের জলবায়ু পরিবর্তনের সাথে ফসলের খাপ খাওয়ানোর বা অভিযোজন কৌশল।

সভাটি পরিচালনা করেন প্রশিক্ষণ সমন্বয়কারী নিরাবুল ইসলাম এবং তাকে সার্বিকভাবে সহায়তা করেন শিক্ষা উন্নয়ন কর্মকর্তা ইমরুল সাদাত ও সমাজ সংগঠক রঞ্জিত সাওরীয়া।

  • 60
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে