৩৫০০ কর্মী নিয়োগ দেবে অ্যামাজন
প্রকাশিত: আগস্ট ২০, ২০২০; সময়: ৮:৩২ অপরাহ্ণ |
খবর > চাকরি / তথ্য-প্রযুক্তি
পদ্মাটাইমস ডেস্ক : বিশ্বজুড়ে করোনা ভাইরাতে মহামারি তাণ্ডবে মধ্যে এবার জনবল নিয়োগ দিবে ই-কমার্স প্রতিষ্ঠান আমাজন। ইতোমধ্যে ৩ হাজার ৫০০ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
মঙ্গলবার (১৯ আগস্ট) প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা প্রযুক্তি হাব ও করপোরেট অফিস আরো বিস্তৃত করবে। সেই লক্ষ্যে নতুন করে তিন হাজার ৫০০ কর্মী নেওয়া হবে। এর মধ্যে শুধু নিউ ইয়র্কেই দুই হাজার লোকের কর্মসংস্থান হবে।
করোনা শুরু হওয়ার পর থেকে প্রতিষ্ঠানটি এ পর্যন্ত এক লাখ ২৫ হাজার কর্মী নিয়োগ দিয়েছে। নতুন করে আমাজন ১ দশমিক ৪ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হচ্ছে। সূত্র-এএফপি।