এক আইনেই হবে স্থানীয় সরকারের ৫ নির্বাচন
পদ্মাটাইমস ডেস্ক : স্থানীয় সরকার নির্বাচনের পাঁচটি বিধিকে একীভূত করে নির্বাচন পরিচালনা আইনের খসড়া করেছে নির্বাচন কমিশন। সোমবার ইসির ৬৯তম বৈঠক শেষে সাংবাদিকদের জানান কমিশন সচিব।
এছাড়া, স্থানীয় সরকার পরিষদের আইনগুলোর প্রয়োজনীয় সংশোধন ও হালনাগাদের জন্য কমিশন গঠন করা হবে বলেও ইসিকে জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।
নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর বলেন, পাঁচটি আইনকে একটি আইনের মধ্যে নিয়ে এসে ওই চ্যাপ্টার নিয়ে একটা আইন তৈরী করার পরিকল্পনা নির্বাচন কমিশনের আছে। তারই পরিপ্রেক্ষিতে একটি ড্রাফ্ট করা হয়েছিলো। সেই খসড়া কমিশনে উপস্থাপন কার হয়েছিলো আলোচনার জন্য।