মুজিববর্ষ কুইজে প্রথম হয়েছেন পত্নীতলার মুক্তাদির

প্রকাশিত: আগস্ট ২৭, ২০২০; সময়: ৯:৩১ অপরাহ্ণ |
মুজিববর্ষ কুইজে প্রথম হয়েছেন পত্নীতলার মুক্তাদির

নিজস্ব প্রতিবেদক, পত্নীতলা : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসন নওগাঁ কর্তৃক আয়োজিত অনলাইন কুইজ শত আলোয় উদ্ভাসিত মুজিব প্রতিযোগিতায় মাধ্যমিক ক্যাটাগরিতে জেলা পর্যায়ে ১ম স্থান অর্জন করেছে।

জেলা প্রশাসন কর্তৃক গত ১৪ ই আগস্ট এই প্রতিযোগিতাটি আয়োজিত হয়। নওগাঁ জেলার সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে এই আয়োজনে ৩য়-৫ম, ৬ষ্ঠ-৮ম, ৯ম-১০ম,একাদশ- দ্বাদশ, অনার্স- মাস্টার্স এই ৫টি ক্যাটাগরিতে প্রতিযোগিতাটি সম্পন্ন হয়।

উক্ত প্রতিযোগিতায় ৯ম-১০ম ক্যাটাগরিতে ১ম হয়েছে পত্নীতলা উপজেলার ঘোষনগর ইউনিয়নের নোধূনী গ্রামের মীর গোলাম মুক্তাদির। সে নজিপুর সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত আছে।

পুরস্কার হিসেবে জেলা প্রশাসন কর্তৃক ২০০০/- টাকা প্রাইজমানি এবং জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জাতীয় শোক দিবস আড্ডায় জুম এপসের মাধ্যমে অংশগ্রহণ এবং সার্টিফিকেট প্রাপ্ত হয়।

আজ ২৬ আগস্ট, ২০২০ তারিখে, জেলা প্রশাসক নওগাঁ কর্তৃক স্বাক্ষরিত সার্টিফিকেটটি উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিটন সরকার বিজয়ী মুক্তাদির হাতে তুলে দেন।

শোকাবহ আগস্টে বঙ্গবন্ধুর রূহের প্রতি মাগফিরাত কামনা করে, ভবিষ্যতে তার এই সাফল্যের ধারা বজায় রাখতে সে সবার কাছে দোয়া প্রার্থী।

 

  • 66
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে