সিরাজগঞ্জে গ্রামীন ফোন ও রেড ক্রিসেন্ট সোসাইটির বন্যার্তদের সহায়তা

প্রকাশিত: আগস্ট ২৮, ২০২০; সময়: ৭:৫৮ অপরাহ্ণ |
সিরাজগঞ্জে গ্রামীন ফোন ও রেড ক্রিসেন্ট সোসাইটির বন্যার্তদের সহায়তা

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের বেলকুচি ও এনায়েতপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত সাড়ে ৯শ পরিবারের মাঝে গ্রামীন ফোনের সহায়তায় জেলা রেডক্রিসেন্ট সোসাইটি খাদ্য সামগ্রী বিতরন করেছে। শুক্রবার দিনব্যাপী এই সহায়তা কার্যক্রম চলে বেলকুচি উপজেলার সমেষপুর, বেলকুচি মহিলা ডিগ্রী কলেজ ও সর্বশেষ এনায়েতপুর থানার বেতিল বহুমুখি উচ্চ বিদ্যালয় ও কলেজ চত্তরে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ ও জেলা রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস। এসময় বেলকুচি পৌর মেয়র বেগম আশানুর বিশ্বাস, সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ, জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সহ-পরিচালক রবিউল আলম, আওয়ামীলীগ নেতা গাজী লুৎফর রহমান মাখন, সিরাজুল আলম মাষ্টার, মনিরুজ্জামান মনি, রেজাউল করিম, মিজানুর রহমান রফিক, যুবলীগ নেতা শেখ হাফিজ, হাফিজুর রহমান, স্বেচ্ছাসেবক লীগ নেতা কামাল আহমেদ, ছাত্রলীগ নেতা নাসিরুল ইসলাম, ইসমাইল হোসেন শেখ, শরিফুল ইসলাম, প্রমুখ উপস্থিত ছিলেন।

তখন প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস বলেন, মানবতার দিক অনুসরন না করলে পৃথিবীতে কেউ বড় হতে পারেনা। যত বড় ক্ষমতাশালী মানুষ হোক না কেন যার মধ্যে মানবতা-সামাজিকতা নেই তাকে কেউ অনুসরন করেনা। রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা তেমনী এক মহান মানুষ। যার সংগঠন সাড়া পৃথিবীর দুঃখী-দরিদ্র মানুষের সেবায় কাজ করে যাচ্ছে।

আমাদের দেশেও তেমনী এক মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার নীতি আদর্শ অনুসরন করে শেখ হাসিনাও বিশ্ব জুড়ে মানবতা ও শান্তির নেত্রী হিসেবে প্রশংসিত। এজন্য পুরো জাতি তার উন্নয়ন অগ্রগতীতে বুকে ধারন করে গর্বিত।

এছাড়া বন্যায় দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য মোবাইল ফোন অপারেটর গ্রামীন ফোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে