মুজিববর্ষে মান্দায় পাউবোর বৃক্ষরোপণ

প্রকাশিত: আগস্ট ২৮, ২০২০; সময়: ৮:০৮ অপরাহ্ণ |
মুজিববর্ষে মান্দায় পাউবোর বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদক, মান্দা : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নওগাঁর মান্দায় পানি উন্নয়ন বোর্ডের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ফেরিঘাট-জোতবাজার রাস্তার পালপাড়া এলাকায় এ কাজের উদ্বোধন করেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবীর বিন আনোয়ার।

এসময় সচিব পত্নী তৌফিকা আহমেদ, পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী শফিকুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মকলেছুর রহমান, নওগাঁ জেলা প্রশাসক হারুন অর রশীদ, নওগাঁর নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান, মান্দা উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হালিমসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সচিব কবীর বিন আনোয়ার এরপর কুসুম্বা শাহী মসজিদ পরিদর্শন করেন। পরে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হন তিনি।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, মুজিববর্ষ উপলক্ষে নওগাঁ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক বিভিন্ন প্রজাতির ৪ হাজার গাছের চারা রোপন করা হবে।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে