ভোলাহাটে ২ টি ইউনিয়নে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন

প্রকাশিত: আগস্ট ২৮, ২০২০; সময়: ৮:১০ অপরাহ্ণ |
ভোলাহাটে ২ টি ইউনিয়নে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় থানা পুলিশের আয়োজনে বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন ও বিট পুলিশিং সংক্রান্ত আলোচনা সভা দলদলি ইউনিয়ন ও জামবাড়িয়া ইউনিয়ন পরিষদে পৃথক পৃথক ভাবে ২৮ আগষ্ট শুক্রবার বেলা ১১টার দিকে অনুষ্ঠিত হয়।

জামবাড়িয়া ইউনিয়ন পরিষদমিলনায়তনে চেয়ারম্যান মুসফিকুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, এস আই শ্যামল কুমার দাস, এএস আই মেহেরুল ইসলাম, জামবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রুহুল আমিন আইরোন, জামবাড়িয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি আব্দুস সামাদ মেম্বার ও আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ অন্যরা।

অন্যদিকে দলদলি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আঃ বারির সভাপতিত্বে উপস্থিত ছিলেন, এস আই আব্দুস সালাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক চুটু, মহিবুল হকসহ ইউনিয়নের জনপ্রতিনিধি, থানা পুলিশের সদস্য বৃন্দ ও সুধীজন।

এ সময় বক্তারা বলেন, সুন্দর ভোলাহাট উপজেলা উপহার দিতে হলে অপরাধ দমনে সকলকে এগিয়ে আসতে হবে। প্রত্যেক ইউনিয়নে সপ্তাহে দুই দিন করে বিট পুলিশিং সেবা কার্যক্রমে দুই জন অফিসার দায়িত্ব পালন করবেন। এতে ইউনিয়ন পর্যায়ে পুলিশিং সেবা এক ধাপ এগিয়ে গেলো।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে