মানুষ হয়ে বাঁচো
কী আছে জীবনে,
যদি প্রাণ খুলে বাঁচতেই না পারো।
যদি সমাজের কয়েকটি নিয়ম না ভাংতে পারো,
তবে কোথায় এই সুন্দর জীবনের মূল্য?
তুমি মেয়ে বলে চিৎকার করে কথা বলতে পারবে না, এমন নিয়ম ভেঙ্গে ফেলো।
মেয়ে হয়ে জন্ম নিলেই যে তোমাকে পরাধীন হয়ে বাঁচতে হবে কে বলেছে?
আমি বলি কী নারী নয়, একজন মানুষ হিসেবে বাঁচো।
ভয়কে জয় করো।
চারদিকে যে নিয়মের শিখল বেড়া রয়েছে তা ভেঙ্গে বাইরে বেরিয়ে এসো।
জীবনকে উপভোগ করো।
ভুলে যেয়ো না তুমি মায়ের জাত,তুমি
বোনের জাত আবার তুমিই অর্ধাঙ্গিনী।
তবে কেনো এত ভয়?
এত সংশয়?
তোমারো অধিকার আছে,
আছে হাজারো না বলা স্বপ্ন।
বেঁচে থেকেও বারবার মরবে কেনো?
তোমার মৃত্যু হবে একবার
ভুলে যেও না তুমিও মানুষ।
ঘর থেকে বাইরে বেরিয়ে এসো,
দেখো পৃথিবীটা কত বড়!
কত এর রহস্য,
চার দেয়ালের ঘর থেকে কী আর বুঝবে?
বন্দী থাকতে থাকতে তোমরা মুক্তির স্বাদটাই ভুলে গেছো।
নিজে থেকে পড়ে নিচ্ছো কুসংস্কার আর সমাজের বানানোর শিকলবেড়া।
তাই আমি বলি কী আর ঘরে নয়,
বাইরে বেরিয়ে এসো,
পৃথিবীটা দেখো,
প্রমান করে দাও মেয়ে তুমি দুর্বল নও তুমিও সবল।
লেখক : সবনাজ মোস্তারী স্মৃতি,
শিক্ষার্থী, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়,
রাজশাহী।