কালাই পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনের ভোট গ্রহণ

প্রকাশিত: অক্টোবর ১০, ২০২০; সময়: ১১:৫৫ পূর্বাহ্ণ |
কালাই পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনের ভোট গ্রহণ

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট : জয়পুরহাটের কালাই পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে চলবে। ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ৯টি কেন্দ্রে একটানা বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহন চলবে। সুষ্ঠ নির্বাচনের জন্য নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ১৩ হাজার ৫২১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ৪৪৯ জন এবং মহিলা ভোটার ৭ হাজার ৭২ জন। মেয়র পদে মোট ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী সাবেক মেয়র তৌফিকুল ইসলাম তালুকদার বেলাল, বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আনিছুর রহমান তালুকদার এবং স্বতন্ত্র প্রার্থী মামুনুর রশিদ নারিকেল গাছ মার্কা নিয়ে এ নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন।

উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আবুল কালাম বলেন, আইনশৃঙ্খলা বাহিনী মোতায়নসহ নির্বাচনের সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ৯টি ওয়ার্ডের ৯টি কেন্দ্রে ৪০টি কক্ষে ভোটগ্রহণ চলছে। চলতি বছরের গত ৫ ফেব্রুয়ারী কালাই পৌরসভার নির্বাচিত মেয়র খন্দকার হালিমুল আলম জন মারা গেলে পদটি শুন্য হয়।

  • 23
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে