‘বঙ্গবন্ধুর ভাস্কর্যের অবমাননা ক্ষমার অযোগ্য অপরাধ’

প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২০; সময়: ৭:১৭ অপরাহ্ণ |
‘বঙ্গবন্ধুর ভাস্কর্যের অবমাননা ক্ষমার অযোগ্য অপরাধ’

পদ্মাটাইমস ডেস্ক : কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্যের অবমাননা ক্ষমার অযোগ্য অপরাধ বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর কয়েকজনের কাছে ইসলামকে ইজারা দেয়া হয়নি বলে হুঁশিয়ারি দিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তবে ভাস্কর্য ভাঙচুরের ঘটনাকে ‘দুর্ঘটনা ও বিচ্ছিন্ন’ বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। আজ আলাদা আয়োজনে তারা এসব বলেন।

ভাস্কর্যের অবমাননা ক্ষমার অযোগ্য অপরাধ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে নরসিংদী জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন,’বঙ্গবন্ধুর ভাস্কর্যের অবমাননা প্রকারন্তরে সংবিধানের অবমাননা। বঙ্গবন্ধুর ভাস্কর্যের অবমাননা যারা করেছে, তারা ক্ষমার অযোগ্য অপরাধ করেছে।’

এছাড়া কয়েকজনের কাছে ইসলামকে ইজারা দেয়া হয়নি এমন হুঁশিয়ারি দিয়ে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, জনগণকে অপশক্তির বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। সচিবালয়ে এ কথা বলেন তিনি। তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন,’বঙ্গবন্ধুর ভাস্কর্যের ওপর যারা আঘাত হেনেছে তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্ত মূলক শান্তি দেয়া জনগণের দাবি। ইসলাম কয়েক জনের কাছে কেউ লিজ দেয়নি। সুতরাং এই গুটিকয়েক মানুষের কথায় আপামর জনগণ যেমন বিভ্রান্ত হবে না। একই সাথে আলেম সমাজও কোনভাবে বিভ্রান্ত হবে না।’

আর মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা ভার্চুয়াল ব্রিফিংয়ে হুশিয়ারি দিয়েছেন যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙেছে, তাদের হাত ভেঙে দেয়া হবে। মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন,’যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গে ফেলেছে, তাদের গুড়িয়ে দাও, পুড়িয়ে দাও, মুক্তিযোদ্ধারা গর্জে ওঠো। প্রতিহত করো, প্রতিরোধ করো এই মৌলবাদীদের।’

এমন সব হুমকির মধ্যে অবশ্য ভিন্ন কথা বললেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ভাস্কর্য ভাঙচুরের ঘটনাকে ‘ দুর্ঘটনা ও বিচ্ছিন্ন’।

স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম জানান,’কিছু সংখ্যক লোকেরা বা ব্যক্তি বিশেষ যখন এমন ঘটনা ঘটায় তখন মানুষ বিচ্ছিন্ন ঘটনাই মনে করে। বঙ্গুবন্ধুর ভাস্কর্যের ব্যাপরে যেটা বলি, বঙ্গবন্ধুকে গোটা জাতি সন্মান করে, গোটা জাতি বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিষয়ে ঐক্যবদ্ধ।’

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে