দেশে আইনের শাসন বলে কিছু নেই : দুলু

প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২০; সময়: ৩:৪৪ অপরাহ্ণ |
দেশে আইনের শাসন বলে কিছু নেই : দুলু

নিজস্ব প্রতিবেদক, নাটোর : বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, দেশে এখন গণতন্ত্র, আইনের শাসন ও মানুষের মৌলিক অধিকার বলে কিছু নেই। বাস্তবতা হচ্ছে, সত্য কথা বললে ও প্রতিবাদ জানালে জেলে যেতে হচ্ছে, নতুবা গুম হতে হচ্ছে। শুক্রবার সকালে শহরের আলাইপুরের বিএনপির অস্থায়ী কার্যালয়ে জেলা বিএনপির এক জরুরী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশে আজকে যে শাসন ব্যাবস্থা চলছে সত্যকার অর্থে জবাবদিহিতা নেই জনগনের ভোটে নির্বাচিত না হওয়ায় কারনে আজ কিন্তু এই জবাবদিহিতা নেই। আর জবাবদিহিতা না থাকার করণে আজকে অযোগ্য লোক মন্ত্রী হচ্ছে। বিএনপি একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক রাজনৈতিক দল। আমরা একটি অবাধ সুষ্ট নির্বাচনের জন্য আন্দলোনের মাধ্যমে এই ভোটবিহীন সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্টা করবো।

জেলা বিএনপির আহবায়ক আমিনুল হকের সসভাপতিত্বে অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন সদস্য সচিব রহিম নেওয়াজ, বিএনপি নেতা শহিদুল ইসলাম বাচ্চু, কাজী শাহ আলম, রুহুল আমিন তালুকদার টগর, বাবুল চৌধুরী প্রমুখ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে