প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট

প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২০; সময়: ২:০২ অপরাহ্ণ |
প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট

পদ্মাটাইমস ডেস্ক : ঢাকার রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র নাইমুল আবরারের মৃত্যুর ঘটনায় করা মামলা প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের ক্ষেত্রে ৬ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

মামলা বাতিল চেয়ে করা এক আবেদনের শুনানি নিয়ে আজ রোববার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. আতোয়ার রহমানের সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

গত ১২ই নভেম্বর মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ আবরারের মৃত্যুর ঘটনায় প্রথম আলো সম্পাদক মতিউর রহমানসহ ৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন। একইসঙ্গে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৪ই ডিসেম্বর দিন নির্ধারণ করেন আদালত। অভিযোগ গঠনের আদেশ স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন করেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান।

২০১৯ সালের ১লা নভেম্বর কিশোর আলোর অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় নবম শ্রেণির ছাত্র নাইমুল আবরার রাহাত। ৬ই নভেম্বর আবরারের বাবা মজিবুর রহমান প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এরপর চলতি বছরের ১৬ই জানুয়ারি প্রথম আলো সম্পাদক, কিশোর আলো সম্পাদকসহ ১০ জনের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন জমা দেয় পুলিশ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে