সাতকানিয়ায় ইউপি চেয়ারম্যান হত্যা মামলায় ১০ জনের মৃত্যুদণ্ড

প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২০; সময়: ২:১৪ অপরাহ্ণ |
সাতকানিয়ায় ইউপি চেয়ারম্যান হত্যা মামলায় ১০ জনের মৃত্যুদণ্ড

পদ্মাটাইমস ডেস্ক : প্রায় দুই যুগ পর চট্টগ্রামে সাতকানিয়ার চাঞ্চল্যকর আমজাদ হোসেন চেয়ারম্যান হত্যা মামলায় ১০ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে আরও পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। রোববার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক একেএম মোজাম্মেল হক এর আদালত রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে সাতকানিয়ার ১৮ নম্বর রুপকানিয়ার বর্তমান চেয়ারম্যান নেজাম উদ্দিন, বশির আহম্মদ রয়েছেন। ট্রাইব্যুনাল পিপি অ্যাডভোকেট আইয়ুব খান বলেন, আমজাদহত্যা মামলায় ১০ আসামির ফাঁসি, পাঁচ জনের যাবজ্জীবন ও চার আসামিকে খালাস ও একজন মারা গেছেন।

আমজাদ হোসেনের স্ত্রী মামলার বাদী সৈয়দা রওশন আক্তার বলেন, ‘স্বামী হত্যার বিচার পেয়ে আজ শান্তি লাগছে। এখন আসামিদের মৃত্রুদন্ড কার্যকর দেখে মরতে চাই।

১৯৯৯ সালের ৩ অক্টোবর রাতে মির্জারখিল দরবার শরিফে ওরশ চলাকালীন দরবার শরিফের উত্তর গেট সংলগ্ন একটি চায়ের দোকানে আমজাদ হোসেনকে গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। এ ঘটনায় আমজাদেও স্ত্রী রওশন আকতার বাদী হয়ে সাতকানিয়া থানায় একটি হত্যা মামলা করেন। মামলাটি সিআইডি র্দীঘ তদন্ত করে ২০০০ সালের ২২ ডিসেম্বর চার্জশিট দাখিল করে। এরপর সাক্ষীগ্রহন শেষে নানা টালবাহানা শেষে চলতি বছরের ১১ নভেম্বর এই মামলার যুক্তিতর্ক শেষ হয়। ওই দিনই ১০ আসামির জামিন বাতিল করে তাদের কারাগারে পাঠানো আদেশ দেন আদালত। এ মামলায় মোট ২০ আসামির মধ্যে একজন মারা গেছেন, বাকি ৯ জন পলাতক।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে