তানোরে মহিলা লীগের প্রতিবাদ সমাবেশ

প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২০; সময়: ৮:৫৩ অপরাহ্ণ |
তানোরে মহিলা লীগের প্রতিবাদ সমাবেশ

সাইদ সাজু, তানোর : জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে তানোর উপজেলা আওয়ামী মহিলা লীগের প্রতিবাদী মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। চলতি মাসের ১২ ই ডিসেম্বর শনিবার বিকালে তানোর থানার মোড় গোল চত্বরে তানোর উপজেলা আওয়ামী মহিলা লীগের সভানেত্রী সনিয়া সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি ও তানোর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব লুৎফর হায়দার রশিদ ময়না।

এসময় প্রধান অতিথির বক্তব্যে ময়না চেয়ারম্যান বলেন, ভাস্কর্য আর মূর্তি এক জিনিস নয়! বিশ্বের বিভিন্ন মুসলিম দেশেও ভাস্কর্য তাদের ইতিহাস ঐতিহ্যের গুরুত্ব বহন করে আসছে। স্বাধীনতা,বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক ও অভিন্ন। গনতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র ও জাতীয়তাবাদ সংবিধানের মূলমন্ত্র। ৭১’র পরাজিত অপশক্তি, ৭৫ ও ২১ শে আগষ্টের খুনীচক্র বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত। বিএনপি জামাতের মদদপুষ্ট ধর্ম ব্যবসায়ী ফতোয়াবাজদের রুখে দিতে সারা বাংলাদেশে আওয়ামী লীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও বঙ্গবন্ধু প্রেমীরা ক্ষিপ্ত হয়ে উঠেছে যে কনো সময় ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত ঘটনা। তাই অবিলম্বে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের সাথে জরিতদের আইনের সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক বলে জানান চেয়ারম্যান ময়না।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিকী। বাধাইড় ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আতাউর রহমান। তানোর পৌর আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক ওয়াজিদ হাসান প্রতাব সরকার। তানোর পৌর আওয়ামী যুবলীগ সভাপতি রাজিব সরকার হিরো।

সাবেক তানোর পৌর কাউন্সিলর মমিনুল ইসলাম মুকুল। ছাএলীগ নেতা জুয়েল রানা,রিয়াদ সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও আওয়ামী লীগ সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।

  • 11
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে