মহাদেবপুরে ইউপি নির্বাচনে নৌকা প্রতীক চান শহিদুল

প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২০; সময়: ৯:০৮ অপরাহ্ণ |
মহাদেবপুরে ইউপি নির্বাচনে নৌকা প্রতীক চান শহিদুল

আইনুল ইসলাম, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুর উপজেলার ৯নং চেরাগপুর ইউনিয়নের ভোটাররা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, আওয়ামী ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এবং নওগাঁ-৩ আসনের এমপি ছলিম উদ্দীন তরফদার সেলিমের বাল্যবন্ধু শহিদুল সরদারকে ওই ইউনিয়নের নৌকার মাঝি হিসেবে পেতে চান।

এজন্য চেরাগপুর ইউপি সর্বত্র প্রচার প্রচারণায় সরগরম করে তুলছেন ভোটারেরা। গ্রাম-গঞ্জে, হাটবাজারে, চায়ের দোকানে সবখানেই শহিদুল সরদারের সমর্থকরা প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এলাকায় গিয়ে দেখা যায় শহিদুল সরদারের পোষ্টারে পোষ্টারে ছেয়ে ফেলেছে চেরাগপুর ইউনিয়নের অলি-গলি। শহিদুল সরদারকে নিয়ে স্বপ্ন দেখেন সাধারণ জনতা ও আওয়ামী পরিবারের সদস্যরা।

তারা জানান, সাধারণ জনতার মাঝে মিশে আছে এই ত্যাগী নেতা। তিনি কখনও অসহায় মানুষের পাশে, আবার কখনও সংঘাত নিরসনে সংঘাত মুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখে সবার নজর কেড়ে নিয়েছে। তিনি নিজের স্বার্থ বিলিন করে মানুষের পাশে দাঁড়িয়েছেন। লোভ-লালসা, দলীয় পদ-পদবীর লোভ লালসার উর্দ্ধে থেকেছেন সব সময় এই ত্যাগী নেতা।

আওয়ামী লীগের প্রবীণ রাজনীতিবীদ খাজা ওয়াহেদ ইসলাম জানান, এক সময় মিছিলে জয়বাংলার শ্লোগান দেয়ার মত কোন মানুষ ছিলোনা এই ইউনিয়নে, সেই সময় সব ঘাত-প্রতিঘাত উপেক্ষা করে জয়বাংলার শ্লোগানে মুখরিত করে তুলত এই শহিদুল সরদার। এই প্রবীণ নেতা আফসোস করে বলেন, এইসব ত্যাগী নেতাদের ফিরিয়ে আনতে হবে, তাদের মূল্যায়ণ করতে হবে। তবেই না সোনার বাংলা সোনায় ভরে উঠবে।

সাবেক উপজেলা চেয়ারম্যান বাবু ফট্রিক চন্দ্র লাটু জানান, শহিদুল সরদার আওয়ামীলীগের একজন বলিষ্ঠ কন্ঠস্বর। তিনি সব সময় মিছিল ও প্রতিবাদ সভায় নেতৃত্ব দিয়ে জয়বাংলার শ্লোগানে কাঁপিয়ে তুলতেন। উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ডা.মজিবর রহমান জানান, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক শহিদুল সরদারকে মূল্যায়ন করার জন্য বন্ধবন্ধু কন্যা শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করেন। তিনি আরও জানান, চেরাগপুর ইউনিয়ন বাসীর স্বপ্ন বাস্তবায়নে এই নেতাকে নৌকা প্রতিকের মাধ্যমে জয়যুক্ত দেখতে চাই।

আওয়ামী পরিবারের সন্তান কবি আফজাল হোসেন জানান, শহিদুল সরদার আওয়ামীলীগের নিবেদত প্রাণ। হাইব্রিড আর মুখোশধারীদের চাটুকারিতায় হারিয়ে যেতে বসেছে এসব ত্যাগী পরীক্ষিত নেতারা। এখন সময় এনেছে তাদের ফিরিয়ে আনতে হবে। কবি এই ত্যাগী নেতা শহিদুল সরদারকে মূল্যায়ণ করার জন্য চেরাগপুর ইউনিয়নবাসীর প্রতি সাধুবাদ জানান।

বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব ডা.আব্দুর রশীদ জানান, শহীদুল সরদার আওয়ামী পরিবারের সন্তান এবং আওয়ামীলীগের নিবেদিত প্রাণ। এমন নেতাকে যোগ্য পদে রাখলে দলের ভাবমূর্তি উজ্জ্বল হবে। তিনিও চেরাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে দেখতে চান শহিদুল সরদারকে।

এমপি ছলিম উদ্দীন তরফদার সেলিম জানান, শহিদুল সরদার আমার বাল্যবন্ধু এবং আওয়ামী পরিবারের সন্তান। আমি তার সফলতা কামনা করি। বঙ্গবন্ধুর এই ত্যাগী নেতা শহিদুল সরদার জানান, দলের জন্য তিনি সব কিছু ত্যাগ করতে প্রস্তুুত।

দলের নীতিনির্ধারকেরা যদি আমাকে নৌকা প্রতীক দেন তাহলে আমি জয়ী হবো ইনশাআল্লাহ। তিনি সকলের নিকট দোয়া ও সহযোদিতা কামনা করেন। এলাকার ভোটার ও সাধারণ জনতা এই ত্যাগী নেতা, বঙ্গবন্ধুর সৈনিক শহিদুল সরদারকে চেয়ারম্যান হিসাবে পেয়ে তাদের স্বপ্ন ব্যস্তবায়ন করতে চায় এমনি প্রত্যাশা তাদের।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে