ভবানীগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ডে আ’লীগের নির্বাচনী অফিস উদ্বোধন ও কর্মীসভা

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২১; সময়: ৯:১৮ অপরাহ্ণ |
ভবানীগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ডে আ’লীগের নির্বাচনী অফিস উদ্বোধন ও কর্মীসভা

নিজস্ব প্রতিবেদক, বাগমারা : আগামী ১৬ জানুয়ারী অনুষ্ঠিত হবে রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার নির্বাচন। উক্ত নির্বাচন উপলক্ষে শুক্রবার বিকেলে ভবানীগঞ্জ পৌরসভার উত্তর একডালা মাঠে ২ নং ওয়ার্ড আ’লীগের নির্বাচনী অফিস উদ্বোধন ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনী অফিসের উদ্বোধন করেন উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি, ভবানীগঞ্জ পৌর আ’লীগের সভাপতি, মেয়র আব্দুল মালেক মন্ডল।

২নং ওয়ার্ডের নির্বাচনী অফিসের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ড আ’লীগের সভাপতি আহাদ আলী। ভবানীগঞ্জ পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল মাস্টারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার।

কর্মীসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, ভাইস চেযারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, কোষাধ্যক্ষ জেলা পরিষদ সদস্য মাহমুদুর রহমান রেজা।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মরিয়ম বেগম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংস্কৃতিক সম্পাদক ইসমাইল হোসেন বেঙ্গল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলী হাসান, মহিলা বিষয়ক সম্পাদক জাহানারা বেগম, উপদেষ্টা মন্ডলীর সদস্য জাকিরুল ইসলাম সান্টু, কার্যকরী কমিটির সদস্য চেয়ারম্যান আজাহারুল হক, এস. এম. এনামুল হক, জাহেদুর রহিম মিঠু, আব্দুল মান্নান, মোজাম্মেল হক, লোকমান আলী, সাফিনুর নাহার, উপজেলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, জেলা পরিষদ সদস্য নার্গিস বেগম, দ্বীপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, বড়-বিহানালী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক কহিনুর বানু, যুবলীগের সভাপতি যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ লিটন, যুবমহিলা লীগের সভাপতি শাহিনুর খাতুন, সম্পাদক পারভীন আক্তার প্রমুখ।

উক্ত সভায় উপজেলা, ইউনিয়ন এবং পৌর আ’লীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আগামী ১৬ জানুয়ারীর নির্বাচনে পুনরায় আব্দুল মালেক মন্ডলকে মেয়র নির্বাচিত করার লক্ষ্যে এক হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

 

  • 47
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে