রাজশাহী নগর ছাত্রমৈত্রীর সম্পাদকসহ বিভিন্ন ইউনিটের ১৭ নেতাকর্মীর পদত্যাগ

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২১; সময়: ৮:০৩ অপরাহ্ণ |
রাজশাহী নগর ছাত্রমৈত্রীর সম্পাদকসহ বিভিন্ন ইউনিটের ১৭ নেতাকর্মীর পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক আরাফাত এইচ মারুফ পদত্যাগ করেছেন। শনিবার ব্যাক্তিগত কারন দেখিয়ে তিনি পদত্যাগ করেন। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান তিনি।

তিনি জানান, ২০১০ সালে ছাত্রমৈত্রীর রাজনীতি শুরু করেন। ২৬ নং ওয়ার্ডের সাধারন সম্পাদক হয়ে নেতৃত্ব স্থানে উঠে আসেন। পরবর্তিতে রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের একাদশ শ্রেনীর সভাপতি, কলেজ কমিটির দপ্তর সম্পাদক, বোয়ালিয়া থানার সভাপতি এবং অবশেষে রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক হন। তিনি জানান তার পদত্যাগ পত্র কেন্দ্রীয় সভাপতি / সাধারণ সম্পাদক বরাবর পাঠানো হয়েছে।

এইদিকে, ছাত্রমৈত্রী রাজশাহী বিশ্ববিদ্যালয় এর আহবায়ক জাকির হোসেন তার ফেসবুক ওয়ালে জানান তিনি সহ তার কমিটির সকলেই পদত্যাগ করেছেন। তাদের পদত্যাগ পত্র কেন্দ্রীয় সভাপতি /সাধারণ সম্পাদক বরাবর ই মেইল এর মাধ্যমে পাঠানো হয়েছে।

অন্য দিকে ছাত্রমৈত্রী রাজশাহী মহানগরের অন্তর্ভুক্ত মতিহার থানার সভাপতি পলাশ ইসলাম, চন্দ্রিমা থানার সাধারন সম্পাদক আকাশ আলীসহ থানা কমটির অন্য ৮ জন সদস্যও পদত্যাগ করেছেন তাদের পদত্যাগপত্র মহানগর বরাবর পাঠানো হয়েছে।

আরেকটি প্রেস বার্তায় জানা যায়, রাজশাহী জেলা ছাত্রমৈত্রীর সভাপতি ও কেন্দ্রীয় সদস্য মনিরুল ইসলাম, জেলা সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মাসুম, রাজশাহী কলেজ সভাপতি ও রাজশাহী জেলাসহ সাধারণ সম্পাদক সাজন ইসলাম ও রাজশাহী কলেজ শাখার সাধারণ সম্পাদক ও জেলা প্রচার সম্পাদক সোহেল রানাসহ জেলা কমিটির আরও অনেক সম্পাদক মন্ডলির সদস্যরা পদত্যাগ করেছেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে