৩০ লাখ টাকার বিনিময়ে মনোনয়নপত্রে ভুল করার অভিযোগ

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২১; সময়: ৮:২০ অপরাহ্ণ |
৩০ লাখ টাকার বিনিময়ে মনোনয়নপত্রে ভুল করার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : ৩০ লাখ টাকার লেনদেনের মাধ্যমে সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী হাজী আলতাফ হোসেন প্রামনিক ইচ্ছকৃত ভাবে মনোনয়ন পত্র ভুল করে জমা দিয়েছেন বলে বিএনপি নেতারা লিখিত অভিযোগ করেছেন। শনিবার বেলা ১১টায় বেলকুচি মডেল ডিগ্রী কলেজে এক সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা এই অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তেব্যে উল্লেখ করা হয়েছে, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-প্রচার সম্পাদক আমীরুল ইসলাম খান আলীমের মাধ্যমে হাজী আলতাফ হোসেন প্রামানিক উপজেলা বিএনপির সদস্য সচিব বনি আমিন ও বিএনপি নেতা মজনু খানের যোগসাজসে বিএনপির কেন্দ্রীয় কমিটি থেকে মনোনয়ন নেয়। পরবর্তীতে ৩০ লাখ টাকার বিনিময়ে ইচ্ছকৃত ভাবে মনোনয়ন পত্র ভুল করে নির্বাচন কমিশনে জমা দিয়েছেন।

পরবর্তীতে তিনি আপীল পর্যন্ত করেননি। এটি পূর্ব পরিকল্পিত। এতে দলের ভাবমুর্তি নষ্ট ও শৃঙ্খলা ভঙ্গ করা হয়েছে। বেলকুচিতে বিএনপির রাজনীতি সংকটাপন্ন হয়ে পড়েছে। বিষয়টি তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন্দ্রীয় কমিটির প্রতি আহবান জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুর রাজ্জাক মন্ডল, সাবেক সদস্য সচিব আব্দুল মান্নান সরকার।

এসময় উপস্থিত ছিলেন, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক রেজাউল করীম, হাফিজুর রহমান, হেলাল উদ্দিন প্রামনিক, পৌর বিএনপির সাবেক আহবায়ক শফিকুল ইসলাম, সাবেক যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন কিবরিয়া, উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক মোখলেছুর রহমান প্রমুখ।

  • 39
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে