মুন্ডমালায় ২ জন কাউন্সিলর ছাড়া সকলেরই প্রার্থীতা বৈধ ঘোষনা

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২১; সময়: ১০:১৪ অপরাহ্ণ |
মুন্ডমালায় ২ জন কাউন্সিলর ছাড়া সকলেরই প্রার্থীতা বৈধ ঘোষনা

সাইদ সাজু, তানোর : তানোর উপজেলার মুন্ডমালা পৌর সভা নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইয়ের দিনে ঋন খেলাপীর কারনে ২ জন কাউন্সিলরের মনোনয়নপত্র বাতিল ঘোষনা করা করেছে।

এরা হলেন, ১ নং ওয়ার্ডের কাউন্সলর প্রার্থী ওমর আলী এবং ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী তহুরুল হক ঋন খেলাপীর কারনে তাদের প্রার্থীতা বাতিল ঘোষনা করেছেন রিটার্নিং কর্মকর্তা ও তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো।

রোববার সকাল থেকে বিকাল পর্যন্ত ৪৯ জন প্রার্থীর মনোনয়ন পত্র যাচাই বাছাই শেষে বিকাল ৫ টায় তাদের ২ জনের প্রার্থীতা বাতিল ঘোষনা করা হয়।

মোট ৪৯ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে মেয়র পদে ৩ জন, সংরক্ষিত কাউন্সিলর পদেস১৩ জন এবং সাধারণ কাউন্সলর পদে ৩৩ জন। এর মধ্যে ২ জন সাধারণ কাউন্সলরের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। আগামী ৩০ জানুয়ারী মুন্ডমালা পৌর সভায় ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

  • 40
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে