রাজশাহীতে কসাইখানা নির্মাণ বিষয়ে মতনিমিয়

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২১; সময়: ১২:২৬ পূর্বাহ্ণ |
রাজশাহীতে কসাইখানা নির্মাণ বিষয়ে মতনিমিয়

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে কসাইখানা নির্মাণ বিষয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন রাজশাহী গোস্ত ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার দুপুরে নগরভবনে মেয়র দপ্তরকক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, শিগগিরই নগরীর কাজলা, শালবাগান, লক্ষীপুর, কোর্টবাজার, সাহেববাজারে কসাইখানা নির্মাণ করা হবে।

সভায় রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, শিক্ষা, স্বাস্থ্য স্থায়ী কমিটির সভাপতি ৬নং ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টুকু, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, ভ্যাটেরিনারী সার্জন ডা. ফরহাদ উদ্দিন, গোস্ত ব্যবসায়ী সমিতির সভাপতি আতাহার রহমান, সাধারণ সম্পাদক মহসিন আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় সাহেব বাজার কসাইখানা পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এ সময় প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু ও গোস্ত ব্যবসায়ীরা সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে