বাগমারায় আইসিটি প্রশিক্ষণার্থীদের শিক্ষা সফর অনুষ্ঠিত

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২১; সময়: ৮:০৮ অপরাহ্ণ |
বাগমারায় আইসিটি প্রশিক্ষণার্থীদের শিক্ষা সফর অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) কম্পিউটারে হার্ডওয়্যার, নেটওর্য়াক এন্ড ট্রাবলশুটিং প্রশিক্ষণার্থীদের উদ্যোগে এক শিক্ষা সফরের আয়োজন করা হয়েছে। শুক্রবার দিন ব্যাপি শিক্ষা সফরে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ।

সকাল ৯টার দিকে উপজেলা সদর ভবানীগঞ্জ হতে ঐতিহাসিক প্রাচীন কুসুম্বা মসজিদ দর্শনসহ জুম্বার নামাজ আদায় করা হয়। এছাড়া মান্দায় অবস্থিত সীমান্ত কফি হাউসে আড্ডা শেষে কালিগঞ্জ শাহ কৃষি তথ্য পাঠাগার ও জাদুঘর এক বিশেষ আয়োজনে প্রশিক্ষণার্থীরা একমত বিনিময় সভায় মিলিত হয়।

সভায় রুয়েট অগ্রাণী স্কুল এন্ড কলেজের শিক্ষক রেডিও বেতারের উপস্থাপক আব্দুল রুকন মাসুমের পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল মুমীত, শাহ কৃষি তথ্য পাঠাগারের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর শাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তার পত্নী আইনুন নাহার, প্রশিক্ষণ কর্মশালায় সহকারী প্রোগ্রামার ইসমোতারা খাতুন প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাস্টার ট্রেইনার মাজেদুল ইসলাম, মাস্টার গোলাম মোস্তফা, মাস্টার নজরুল ইসলাম, ল্যাবসহকারী মিজানুর রহমানসহ প্রশিক্ষণে উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৪ জন শিক্ষক প্রশিক্ষণার্থী। আনান্দঘন পরিবেশে সফর শেষে এক যোগ সন্ধ্যায় বাড়ি ফিরেন তারা।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে