করোনার ভয়ে পুরো প্লেন ভাড়া

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২১; সময়: ১১:১১ পূর্বাহ্ণ |
করোনার ভয়ে পুরো প্লেন ভাড়া

পদ্মাটাইমস ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসে বিপর্যস্ত গোটা বিশ্ব। এই ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে প্রতিদিন মারা যাচ্ছে হাজার হাজার মানুষ। এতে বিশ্বব্যাপী আতঙ্ক বিরাজ করছে। বিশ্বজুড়েই সবাই চেষ্টা করছেন একটু সামাজিক দূরত্ব বজায় রাখতে। পাশের লোকের দিকে সন্দিগ্ধ দৃষ্টিতে তাকাচ্ছেন।

কিন্তু ইন্দোনেশিয়ার জাকার্তার এক বাসিন্দা যা করেছেন, তার সঙ্গে বোধহয় আর কারও তুলনা হয় না। করোনা থেকে বাঁচতে একটা প্লেনই ভাড়া করে ফেলেছেন তিনি। নাম রিচার্ড মুলিজাদি, জাকার্তার বিখ্যাত সোশ্যালাইট। পেজ থ্রির পার্টিতে হামেশা দেখা যায় তাকে। তবে করোনার জন্য এখন আর বাড়ি থেকে বের হচ্ছেন না।

এর মধ্যে বালি যাওয়ার ভীষণ দরকার পড়ে, করোনা আতঙ্কে আতঙ্কিত রিচার্ড গোটা প্লেনই ভাড়া করে নেন। অবশ্য একেবারে একা যাননি, সঙ্গী করেছিলেন স্ত্রীকেও।

  • 34
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে