নৌকায় ভোট দিলে পাল্টে যায় উন্নয়নের চিত্র : এমপি এনামুল

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২১; সময়: ৪:৪৪ অপরাহ্ণ |
নৌকায় ভোট দিলে পাল্টে যায় উন্নয়নের চিত্র : এমপি এনামুল

নিজস্ব প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক বলেছেন, আওয়ামী লীগ সরকার টানা ক্ষমতায় থাকায় পাল্টে গেছে প্রত্যন্ত এলাকাসহ দেশের উন্নয়ন চিত্র। ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা এমনকি পুরো উপজেলা জুড়ে শুধু উন্নয়নের ছোঁয়া। ব্যাপক উন্নয়নের ফলে গ্রামের চিত্র এখন শহরে রুপ নিচ্ছে। নৌকায় ভোট দিয়েছে বলেই দেশবাসী উন্নয়ন দেখতে পাচ্ছে।

শনিবার বেলা সাড়ে ১১ টায় উপজেলার তাহেরপুর পৌরসভায় আসন্ন পৌর নির্বাচন উপলক্ষে সুধী সমাজ ও পেশাজীবীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান কালে এসব কথা বলেন তিনি। প্রধান অতিথি আরো বলেন, আ’লীগের সরকারের সময়ে তাহেরপুর পৌরসভার যে উন্নয়ন হয়েছে তা চোখে পড়ার মতো। তাহেরপুর বাসী নৌকায় ভোট দিয়ে বিজয়ী করার ফলে সম্ভব হয়েছে। ব্যবসা-বাণিজ্যে প্রসার ঘটেছে। কোন প্রকার আতঙ্ক ছাড়াই লোকজন চলাফেরা করতে পারছে।

আগামী ১৪ ফেব্রুয়ারী তাহেরপুর পৌরসভার নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখাতে সুধী সমাজ ও পেশাজীবীদের প্রতি আহ্বান জানান এমপি এনামুল হক। তাহেরপুর পৌর নির্বাচনের আহ্বায়ক, পৌর আ’লীগের সভাপতি আবু বাক্কার মৃধা মুনসুরের সভাপতিত্বে এবং সদস্য সচিব পৌর আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুর রহমান বিপ্লবের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন তাহেরপুর পৌরসভার মেয়র, আসন্ন নির্বাচনে নৌকার প্রার্থী আবুল কালাম আজাদ। ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য রাখেন আলহাজ্ব আহম্মদুল্লাহ প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আফতাব উদ্দীন আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা আ’লীগের সদস্য সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান, সদস্য এস.এম. এনামুল হক, চেয়ারম্যান আসলাম আলী আসকান, সরদার জান মোহাম্মদ, আব্দুল হাকিম প্রামানিক, আলমগীর হোসেন, মকবুল হোসেন মৃধা, কামাল হোসেন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, তাহেরপুর পৌরসভা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ তোফাজ্জল হোসেন, আমজাদ হোসেন, কাউসার আলী, সত্যজিৎ রায় তোতা, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক শাহী, রফিকুল ইসলাম, উপজেলা মহিলা লীগের সভাপতি মরিয়ম বেগম, সাধ্রাণ সম্পাদক কহিনুর বানু, জেলা পরিষদ সদস্য নার্গিস বেগম, তাহেরপুর পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আসাদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, তাহেরপুর কলেজ ছাত্রলীগের সভাপতি আমিরুজ্জামান তুহিন মৃধা, সাধারণ সম্পাদক কোরবান আলী প্রমুখ। এছাড়াও উপজেলা, ইউনিয়ন ও তাহেরপুর পৌর আওয়ামী লীগের দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • 72
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে