পুঠিয়ায় আম বাগান পরিচর্যায় ব্যাস্ত সময় পার করছে চাষিরা

প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২১; সময়: ৩:১৯ অপরাহ্ণ |
পুঠিয়ায় আম বাগান পরিচর্যায় ব্যাস্ত সময় পার করছে চাষিরা

মোহাম্মদ আলী, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় কিছু কিছু আম গাছে মুকুল আসতে শুরু করেছে। মাঘ মাস শেষ হওয়া মাত্র ফাল্লুনের গরম বাতাসে প্রায় সকল আম গাছে মুকুল আসবে। কিন্তু এরই মাঝে শুরু হয়ে গেছে রাজশাহীর আম চাষিদের আম বাগান পরিচর্যা। মুকুল আসার আগ মুহূর্তে গাছের বাড়তি যত্নের প্রয়োজন হয়। তাই ছোট-বড় আম বাগান পরিচর্যায় চাষিরা বর্তমানে ব্যাস্ত সময় পার করছেন। তারা বাগানের আগাছা পরিষ্কারসহ পোকা দমনে স্প্রে করছেন কীটনাশক। এতে পোকা যেমন দূর হবে, তেমনি গাছে দেখা দেবে স্বাস্থ্যকর মুকুল। এতে করে ফলন ভাল আসবে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, পুঠিয়ায় প্রায় ১ হাজার ৫৩৫ হেক্টর জমিতে ৫ হাজার ৫৫০টি ছোট বড় আম বাগান রয়েছে। পুঠিয়ায় ফজলি, লখনা, গোপালভোগ, আশ্বিনা, হিমসাগর, দুধসরসহ প্রায় পনের’র রকমের বেশি জাতের আম চাষ করা হয়ে থাকে। কিন্তু দিন দিন চাষিরা আমের দাম কম পাওয়ায় গাছ কেটে পুকুর বা অন্য ফসল করার প্রতি আগ্রহী হয়ে উঠছেন।

বানেশ্বর এলাকার আম চাষি আমিনুল ইসলাম ঝড়ু জানান, অধিক মুনাফার আশায় মৌসুমের আগেই বাগানের যত্ন নেয়া শুরু করা হয়েছে। এখন ২.৫ ইসি ফিডল্যাম, সালফার শাহেন ও ইমিডাক্লোপ্রিড ইমিসাফি ওষুধ স্প্রে করছি। এতে গাছে অধিক মুকুল আসার সম্ভাবনা বেড়ে যায়। আর আবহাওয়া অনুকূলে থাকলে ভাল ফলন হবে।
আম চাষি শামসুল জানান, আবহাওয়া এখন পর্যন্ত তাদের পক্ষে রয়েছে। তাই ভাল ফলন পাবার আশায় তিনি আগাম বাগান পরিচর্যা করছেন।

পুঠিয়া উপজেলা কৃষি অফিসার শামসুন্নাহার ভূঁইয়া জানান, সামনের দিনগুলোতে আবহাওয়া ভাল থাকলে এবারও আমের বাম্পার ফলন হবে। এ বিষয়ে চাষিদের বাগান পরিচর্যা ঔষুধ স্প্রে করার নির্দেশনা দেওয়া হচ্ছে। আর চাষিরাও অধিক ফলনের আশায় সে অনুযায়ী কাজ করছেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে